সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুবিন গর্গের শেষ সিনেমা 'রই রই বিনালে'কে মুক্তির আলো দেখাতে গতমাসে দিনরাত এক করে কাজ করে গিয়েছেন গায়কপত্নী গরিমা সাইকিয়া। একদিকে যখন জুবিনের মৃত্যুর বিচার চেয়ে অসমজুড়ে ঝড়, তখন এমন আবহে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গরিমা।
অসমের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গত মঙ্গলবার অসুস্থ বোধ করায় রাতে তড়িঘড়ি গুয়াহাটির হাসপাতালে ভর্তি করাতে হয় জুবিনপত্নীকে। স্বামীবিয়োগের মানসিক ধাক্কায় একপ্রকার বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি। ফলত ভয়ানক মানসিক চাপের মধ্য় দিয়ে যেতে হচ্ছে তাঁকে। যার ফলে দুর্বল হয়ে পড়েছেন গরিমা। চিকিৎসকরা জানিয়েছেন, জুবিন পত্নীর শরীরে জলের পরিমাণ কমেছে। রাতের পর রাত না ঘুমিয়ে শোক সামলাতে না পেরে ভীষণরকম দুর্বল হয়ে পড়েছেন তিনি। ইতিমধ্যেই বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে। রক্তপরীক্ষার পাশাপাশি গরিমার আলট্রাসাউন্ড, ইসিজিও করানো হয়েছে। ডাক্তার ব্রজেন লখরের তত্ত্বাবধানের রয়েছেন জুবিনপত্নী। হাসপাতাল সূত্রে খবর, আপাতত গরিমা সাইকিয়ার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হলেও কবে থেকে ছাড়া পাবেন? সেটা এখনই বলা যাচ্ছে না। এককথায়, শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন গায়কপত্নী।
এই কঠিন সময়ে গরিমার পাশে রয়েছেন জুবিন গর্গের বোন পালমি বোঢ়ঠাকুর। জানা গিয়েছে, হাসপাতালে আপাতত স্বাভাবিক খাওয়াদাওয়া করছেন গরিমা। চিকিৎসায় সাড়া দিয়ে দ্রুত সুস্থ হয়ে ওঠার পথে তিনি।
সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে ১৯ সেপ্টেম্বর সাঁতার কাটার সময়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় জুবিন গর্গের। তারপর থেকেই শোকস্তব্ধ অসম। সম্প্রতি ষড়যন্ত্র তত্ত্বে জোর দিয়ে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, "১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জুবিনের রহস্যমৃত্যুকে 'দুর্ঘটনা' বলে উল্লেখ করব না। ডিসেম্বর মাসের ১৭ তারিখ জুবিন গর্গের 'খুনে'র চার্জশিট জমা দিতে হবে। যদিও আমি ৮ ডিসেম্বরের মধ্যে জমা দিতে বলেছি। আমরা সব দিক থেকে প্রস্তুত। বিদেশে কোনও ঘটনা ঘটলে চার্জশিট দাখিলের আগে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও বিষয়টি জানিয়েছি, যাতে উনি দ্রুত অনুমোদন দিতে পারেন। আগামী কয়েক দিনের মধ্যে, সিট-এর তরফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি যাবে। অনুমোদন পেলে, আমরা ৮, ৯ কিংবা ১০ ডিসেম্বর চার্জশিট দাখিল করব।" এমন আবহে জুবিনপত্নী গরিমা সাইকিয়ার হাসপাতালে ভর্তি হওয়ার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা।
