shono
Advertisement

বিজেপির মিছিলে ‘বাধা’তৃণমূলের, গুলি-বোমাবাজিতে ফের রণক্ষেত্র ভাটপাড়া

'পুলিশ হামলায় বাধা না দিয়ে নীরব দর্শকের মতো আচরণ করে', অভিযোগ অর্জুন সিংয়ের। The post বিজেপির মিছিলে ‘বাধা’ তৃণমূলের, গুলি-বোমাবাজিতে ফের রণক্ষেত্র ভাটপাড়া appeared first on Sangbad Pratidin.
Posted: 05:28 PM Jul 18, 2020Updated: 05:34 PM Jul 18, 2020

ব্রতদীপ ভট্টাচার্য, বারাকপুর: বিজেপির (BJP) মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করে চলল গুলি এবং বোমা। শনিবার ফের নতুন করে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। বিজেপির দাবি, এই ঘটনায় বেশ কয়েকজন দলীয় নেতাকর্মী জখম হয়েছেন। পুলিশ হামলায় বাধা না দিয়ে নীরব দর্শকের মতো আচরণ করে বলেই অভিযোগ বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh)। 

Advertisement

বিজেপি সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার জগদ্দলের মেঘনা জুটমিলের মোড়ে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের জমায়েত হওয়ার কথা ছিল। তারপর ভাটপাড়া মোড় পর্যন্ত মিছিল করে যাওয়ার কথা ছিল তাঁদের। সে কারণে বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরাও জড়ো হতে শুরু করেছিলেন। অভিযোগ, বিজেপি কর্মীদের মেঘনা জুটমিল মোড়ে যেতে বাধা দেন তৃণমূল নেতাকর্মীরা। গাড়ি ভাঙচুর করতে শুরু করেন তাঁরা। নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং, তাঁর ছেলে আদিত্য সিংয়ের উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ। এছাড়াও শ্যামনগরের বিজেপি নেতা অরুণ ব্রহ্মের গাড়িতেও হামলা করা হয়। প্রাণ বাঁচাতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই বিজেপি নেতা। তবে সেই সময় বেশ কয়েকজন তাঁর পিছু ধাওয়া করে বলেও অভিযোগ। বিজেপির দাবি, গণ্ডগোল চলাকালীন এলাকায় বোমাবাজি শুরু হয়ে যায়। বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলেও অভিযোগ। 

[আরও পড়ুন: দুর্নীতিতে জড়িত থাকার শাস্তি, পুরুলিয়ার ২ পঞ্চায়েত প্রধান-সহ সাতজনকে বহিষ্কার করল বিজেপি]

এ প্রসঙ্গে বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, “রাজ্যস্তরের নেতারাও এই মিছিলে যোগ দেবেন বলেই স্থির ছিল। তৃণমূল নেতাকর্মীরা তাঁদেরও মেঘনা জুটমিল মোড়ে পৌঁছতে বাধা দেয়। তাঁদের উপরেও হামলা চালানোর চেষ্টা করা হয়। তৃণমূলের বোমাবাজিতে একজন কিশোর গুরুতর জখম হয়েছে।” পুলিশের ভূমিকাতেও বেজায় ক্ষিপ্ত অর্জুন সিং। তাঁর দাবি, “এলাকায় বোমাবাজি এবং গুলি চলাকালীন পুলিশ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখেছে।” এই ঘটনার পর থেকে মেঘনা জুটমিল মোড় লাগোয়া এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। 

উল্লেখ্য, দিনকয়েক আগে কাঁকিনাড়ার আর্যসমাজ মোড়ে এক তৃণমূল নেতা গুলিবিদ্ধ হন। অভিযোগ ওঠে অর্জুন সিংয়ের অনুগামীদের দিকে। এই ঘটনায় বারাকপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলাও রুজু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বোমাবাজি এবং গুলিতে রণক্ষেত্র ভাটপাড়া। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। 

[আরও পড়ুন: আধঘণ্টায় শেষ দাম্পত্য জীবন, বিয়ের পর একই ওড়নার ফাঁসে আত্মঘাতী নবদম্পতি]

The post বিজেপির মিছিলে ‘বাধা’ তৃণমূলের, গুলি-বোমাবাজিতে ফের রণক্ষেত্র ভাটপাড়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার