shono
Advertisement

মার্চের শুরুতেই সুখবর! রাজ্যে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা শূন্য

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৯৮।
Posted: 08:30 PM Mar 01, 2021Updated: 08:52 PM Mar 01, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের তৃতীয় মাসের শুরুতেই সুখবর! করোনা ভাইরাস (Coronavirus) গত ২৪ ঘণ্টায় প্রাণ কাড়েনি রাজ্যের কারও। রাজ্যের স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান বলছে,  গত ২৪ ঘণ্টায় করোনায় একজনেরও মৃত্যু হয়নি বাংলায়। এই প্রথম করোনা গ্রাফে এই চিত্র। তবে গত ২৪ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯৮ জন। 

Advertisement

গত বছরের মার্চ থেকে করোনা ভাইরাস থাবা বসিয়েছিল ভারতে। ক্রমশ তার দাপট বাড়তে থাকায়  দীর্ঘ কয়েকমাসের লকডাউন। ধীরে ধীরে পরিস্থিতি বুঝে আনলক পর্ব শুরু হয়। কিন্তু তা সত্ত্বেও সংক্রমণ সেভাবে দমন করা যাচ্ছিল না। যদিও অন্যান্য রাজ্য়ের তুলনায় বাংলার কোভিড (COVID-19) গ্রাফ কিছুটা ভালর দিকে ছিল। এরপর নতুন বছরে দুটি করোনা ভ্যাকসিন আসায় জনতা টিকাগ্রহণ করেন। তাতে করোনা সংক্রমণ খানিকটা কমতে থাকে। সোমবারই কোভ্যাক্সিন নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টিকা নিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। আর মার্চের শুরুর দিন রাজ্যবাসীর পেলেন বড় সুখবর। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্য়ান অনুযায়ী, রাজ্যে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা শূন্য! তবে মারণ ভাইরাস এ পর্যন্ত প্রাণ কেড়েছে রাজ্যের মোট ১০ হাজার ২৬৮ জনের। 

[আরও পড়ুন: নৃশংস! কুকুর শাবকদের গায়ে গরম পিচ ঢেলে ‘খুন’, নিষ্ঠুরতায় স্তব্ধ দুর্গাপুরবাসী]

এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৭৫ হাজার ১১৮। এর মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩২৯৩। সোমবার করোনামুক্ত হয়েছেন ২১২ জন। ফলে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৫ লক্ষ ৬১ হাজর ৭৫৫। করোনা যুদ্ধে সবচেয়ে এগিয়ে চার জেলা – আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম। এই চার জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৫এ আটকে। তবে কলকাতার সংক্রমণ এখনও কিছুটা চিন্তায় রাখছে। এখনও ১১০০র বেশি মানুষ করোনায় আক্রান্ত। সেসব ছাপিয়ে অবশ্য করোনায় মৃত্যুহীন রাজ্যের সুখবরেই উঠে এল শিরোনামে।

[আরও পড়ুন: শুরুতেই অ্যাপ বিভ্রাট, হোঁচট খেল প্রবীণ নাগরিকদের টিকাকরণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার