আইপিএল নিলাম মানেই টানটান উত্তেজনা। কোন ক্রিকেটার কোন দলে গেলেন, কার জন্য কতদূর ঝাঁপাল কোন দল – সব মিলিয়ে রোমহর্ষক। তবে তার আগে উত্তেজনা বাড়ায় রিটেনশন পর্ব। কোন ক্রিকেটারকে ‘দূর’ করে দিল কোন স্কোয়াড, কাকেই বা ট্রেড করে নিজের ঘর গুছিয়ে নিল ফ্র্যাঞ্চাইজিগুলো, সেগুলোও কম নাটকীয় নয়। একনজরে সব দলের মিনি নিলাম পূর্ববর্তী রণকৌশল। আজ কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলের ইতিহাসে অন্যরম সফল ফ্র্যাঞ্চাইজি কেকেআর। ২০২৪ সালে শ্রেয়স আইয়ারের নেতৃত্ব এবং মেন্টর গৌতম গম্ভীরের মগজাস্ত্রে তৃতীয় বারের জন্য খেতাব জিতেছিল নাইটরা। তবে গত মরশুম ভালো যায়নি নাইটদের। অজিঙ্ক রাহানের নেতৃত্বে অষ্টম স্থানে শেষ করেছিল কেকেআর। এ বছর নতুন চ্যালেঞ্জ। ইতিমধ্যেই নিজেদের শক্তিবৃদ্ধিতে কোচিং গ্রুপে একাধিক বদল এনেছে কলকাতা। সম্প্রতি অভিষেক নায়ারকে হেডকোচ হিসাবে নিযুক্ত করা হয়েছিল। সহকারী কোচ ও বোলিং কোচের দায়িত্ব সামলাবেন যথাক্রমে শেন ওয়াটসন এবং টিম সাউদি। তাঁদের অধীনেই এবার অতীত ভুলে নতুন উদ্যমে শুরু করতে চাইছে কেকেআর।
২০২৫ আইপিএলের পূর্ণ স্কোয়াড: অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, কুইন্টন ডি’কক, রহমানুল্লা গুরবাজ, অঙ্ককৃষ রঘুবংশী, রভম্যান পাওয়েল, মণীশ পাণ্ডে, লভনিত সিসোদিয়া, ভেঙ্কটেশ আইয়ার, অনুকূল রায়, মইন আলি, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, আনরিখ নখিয়া, বৈভব অরোরা, ময়ঙ্ক মার্কন্ডে, স্পেনসার জনসন, হর্ষিত রানা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, চেতন সাকারিয়া।
কাকে ছাড়া হতে পারে?
ভেঙ্কটেশ আইয়ার: গত আইপিএলে ২৩.৭৫ কোটি টাকায় তাঁকে কিনেছিল কেকেআর। কিন্তু চূড়ান্ত হতাশ করেছিলেন। ১১ ম্যাচ খেললেও তাঁর নামের পাশে মাত্র ১৪২ রান। তাঁকে ছেড়ে অন্য কাউকে কেনার কথা ভাবছে কেকেআর।
আনরিখ নখিয়া: দক্ষিণ আফ্রিকার এই পেসারকে গত মরশুমে তাঁকে সাড়ে ৬ কোটি টাকায় কিনেছিল কলকাতা। কিন্তু বারবার চোট-আঘাতে ভুগেছেন। দু'টি ম্যাচ খেললেও বেধড়ক মার খেয়েছিলেন। এই মরশুমে তাঁকে ছেড়ে অন্য কোনও পেসারের জন্য ঝাঁপাতে পারে শাহরুখ খানের দল।
কুইন্টন ডি কক/ রহমানউল্লাহ গুরবাজ: ২০২৫ মরশুমের আগে ফিল সল্টের বিদায়ের পর ওপেনিং কম্বিনেশন নিয়ে ভুগেছে কেকেআর। ডি কক এবং গুরবাজ দু'জনেই ব্যাট হাতে খারাপ পারফর্ম করেছিলেন। দু'জনের মধ্যে একজনকে ছেড়ে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। উল্লেখ্য, ডি কককে ৩.৬০ কোটি এবং গুরবাজকে ২ কোটি টাকায় কিনেছিল কেকেআর।
স্পেন্সার জনসন: মিচেল স্টার্কের বিকল্প হিসেবে আনা হয়েছিল এই বাঁ-হাতি অজি পেসারকে। ২.৮০ কোটি টাকায় তাঁকে কেনে কেকেআর। যদিও চার ম্যাচে সুযোগ পেলেও পেয়েছেন মাত্র ১ উইকেট। ওভারপিছু রান দিয়েছেন ১০-এর উপর। তাঁকেও হয়তো ছেড়ে দেওয়া হবে।
অজিঙ্ক রাহানে: আগেরবার দেড় কোটি টাকায় তাঁকে কিনেছিল কেকেআর। তিনিই অধিনায়ক ছিলেন। খারাপ খেলেননি। ১৩ ম্যাচে ৩৯০ রান করেছিলেন। তবে এখন তাঁর বয়স ৩৭। ফিটনেস নিয়েও প্রশ্ন রয়েছে। দলের নতুন কোচেরা কি তাঁর উপর আস্থা রাখবেন? উত্তর পাওয়া যাবে আগামীতে।
তাছাড়াও তালিকায় রয়েছেন আন্দ্রে রাসেলও। গত মরশুমে ফর্মে ছিলেন না। ইনজুরিও একটা সমস্যা। তাছাড়া অনুকূল রায়, চেতন সাকারিয়া, মঈন আলি, রভম্যান পাওয়েল, উমরান মালিক এবং মণীশ পাণ্ডেরাও 'বাদের' তালিকায়।
কত পার্স থাকতে পারে নিলামে?
২০২৫ মেগা নিলামের পর ৫ লক্ষ টাকা ছিল কলকাতা নাইট রাইডার্সের হাতে। আগের মরশুমে ভেঙ্কটেশ আইয়ারকে পেতে প্রচুর অর্থ ব্যয় করে নাইটরা। ফলে তাদের পার্স উল্লেখযোগ্যভাবে কমে যায়। তবে এবার ৩৫ কোটি টাকার বেশি পার্স নিয়ে মিনি নিলামে বসবে কলকাতা ম্যানেজমেন্ট।
নজরে কারা?
গত মরশুমে ওপেনিং, মিডল অর্ডার, ফিনিশার কিংবা ডেথ ওভারে দক্ষ বোলারের অভাবে ভুগেছে কেকেআর। এই জায়গাগুলো ভরাট করার অভিযানেই নামবে তারা। তাছাড়াও একজন উইকেটকিপার-ব্যাটার, বিদেশি ফাস্ট বোলারকেও নিতে চাইবে ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে, মার্কাস স্টয়নিস কিংবা ক্যামেরুন গ্রিনকেও টার্গেট করতে পারে কেকেআর।
