shono
Advertisement

Breaking News

India Cricket Team

'আর পরীক্ষানিরীক্ষা নয়', টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সূর্য-গম্ভীরদের সতর্কবার্তা প্রাক্তন ক্রিকেটারের

ভারতীয় দলে জায়গা অদলবদল নিয়মিত ঘটনা।
Published By: Arpan DasPosted: 08:48 PM Nov 09, 2025Updated: 08:48 PM Nov 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট, ওয়ানডের সঙ্গে টি-টোয়েন্টিও আছে। সামনের বছর ক্রিকেটের ছোট ফরম্যাটের বিশ্বকাপ। তার আগে অধিনায়ক সূর্যকুমার যাদব, কোচ গৌতম গম্ভীরকে সতর্ক করছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর সাফ বক্তব্য, বিশ্বকাপের আগে দল নিয়ে যেন আর কোনও পরীক্ষা না হয়।

Advertisement

এই পরীক্ষানিরীক্ষার আদর্শ উদাহরণ দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে। ওপেনিংয়ে অভিষেক শর্মা ও শুভমান গিলের জায়গা শুধু বদলায়নি। বাকি সব জায়গাতেই বদল এসেছে। কখনও সঞ্জু স্যামসন বা শিবম দুবেকে তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছে। সূর্যর জায়গা নিয়েও এক্সপেরিমেন্ট চলছে। এশিয়া কাপ ফাইনালের সেরা তিলক বর্মাকে শেষ ম্যাচে সুযোগ দেওয়া হয়নি। ওয়াশিংটন সুন্দরকে কখনও ফিনিশারের ভূমিকা দেওয়া হচ্ছে। কিন্তু দুরন্ত বল করা সত্ত্বেও কখনও কখনও সেই ভূমিকায় তাঁকে কাজেই লাগানো হচ্ছে না।

যা নিয়ে আকাশ চোপড়া বলছেন, "আশা করি এবার পরীক্ষানিরীক্ষা বন্ধ হবে। দল থেকে তো স্পষ্ট বলা হয়, যে কোনও প্লেয়ারকে যে কোনও জায়গায় খেলানো যায়। যে কোনও প্লেয়ারকে বসানো যেতে পারে। কিন্তু সামনে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ আছে। আমার মতে সেখানে এক্সপেরিমেন্ট করা উচিত নয়। সেটার পালা এবার শেষ। ফেব্রুয়ারিতে বিশ্বকাপ। তার আগে পরীক্ষানিরীক্ষার আর কোনও দরকার নেই।"

সেই সঙ্গে আকাশ বলছেন, "ঘরের মাঠে বিশ্বকাপ মানে আমাদের অ্যাডভান্টেজ থাকবে। কিন্তু সেই সঙ্গে চাপও থাকবে। আমাদের এখন এমন দল খেলানো উচিত, সেটা সম্ভাব্য একাদশ হতে পারে।" আরেকটি বিষয় হল, বোলারদের মধ্যে কি অর্শদীপ সিংকে বসিয়ে হর্ষিত রানাকেই অগ্রাধিকার দেওয়া হবে? বিশ্বকাপের আগে কিন্তু সব প্রশ্নের উত্তর খুঁজতে হবে গম্ভীরদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত।
  • এরপর ঘরের মাঠে টেস্ট, ওয়ানডের সঙ্গে টি-টোয়েন্টিও আছে। সামনের বছর ক্রিকেটের ছোট ফরম্যাটের বিশ্বকাপ।
  • তার আগে অধিনায়ক সূর্যকুমার যাদব, কোচ গৌতম গম্ভীরকে সতর্ক করছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
Advertisement