সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার। এবার আরও এক অনন্য নজির গড়লেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। একমাত্র ভারতীয় ব্যাটার হিসাবে এক বছরে ১০০ ছক্কা হাঁকালেন এই তরুণ তুর্কি। এর আগে কোনও ভারতীয় ব্যাটার টি-২০তে ১০০ ছক্কা মারতে পারেননি। চলতি বছরে স্বপ্নের ফর্মে রয়েছেন অভিষেক। এবার তাঁর মুকুটে জুড়ল নতুন পালক।
বর্তমানে ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত পাঞ্জাব দা পুত্তর অভিষেক। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার বিরুদ্ধে ৩২ বলে সেঞ্চুরি করেন। মহম্মদ শামি, আকাশ দীপের মতো বোলারদের কার্যত দিশেহারা দেখিয়েছে অভিষেক ঝড়ের সামনে। শেষ পর্যন্ত ৫২ বলে ১৪৮ রান করে থামেন তিনি। ১৬টি ছক্কা মারেন ওই এক ইনিংসেই। শনিবার সার্ভিসেসের বিরুদ্ধেও ফের আছড়ে পড়ে অভিষেক নামক 'সাইক্লোন'। মাত্র ৩৪ বলে ৬২ রান করেন।
সার্ভিসেস ম্যাচেই অনবদ্য নজির গড়েন অভিষেক। একমাত্র ভারতীয় ব্যাটার হিসাবে টি-২০ ক্রিকেটে একবছরে ১০০ ছক্কা মারার নজির এখন তাঁর দখলে। এখনও পর্যন্ত সবধরণের টি-২০ ক্রিকেট মিলিয়ে ১০১টি ছক্কা মেরেছেন অভিষেক। ২০২৫ সালের এখনও একাধিক ম্যাচ খেলবেন বিশ্বের সেরা টি-২০ ব্যাটার। সেখানে আরও ছক্কা হাঁকাবেন অভিষেক, সেকথা বলাই বাহুল্য। পরিসংখ্যান বলছে, চলতি বছরে ১৪৯৯ রান এসেছে অভিষেকের ব্যাট থেকে। ৯টি হাফসেঞ্চুরি, ৩টি শতরান করেছে ভারতীয় ওপেনার।
এখনও পর্যন্ত সৈয়দ মুস্তাক আলির তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার অভিষেক। উল্লেখ্য, চলতি বছরেই আরও এক নজির গড়েছিলেন অভিষেক। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বল খেলে দ্রুততম ৫০টি ছক্কা মারেন তিনি। মাত্র ৩৩১ বলে এই অত্যাশ্চর্য মাইলফলক স্পর্শ করেন। বছরের শেষে আরও এক নজির গড়লেন পাঞ্জাব দা পুত্তর।
