স্টাফ রিপোর্টার: পারথে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট হেরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। আর সেই সমালোচনাই উসকে দিয়েছিল প্যাট কামিন্সদের আগুন, যে আগুন অ্যাডিলেড ওভালে ছাই করছে ভারতকে। সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার জয়কে এভাবেই ব্যাখ্যা করছেন সেদেশের প্রবাদপ্রতিম উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট।
পারথে প্রথম টেস্টে ভারতের কাছে ২৯৫ রানে হারে অস্ট্রেলিয়া। এর পর দ্বিতীয় টেস্ট ১০ উইকেটে জেতে তারা। যে জয় যাবতীয় সমালোচনার জবাব বলেই মনে করছেন গিলক্রিস্ট। এক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন অধিনায়ক কামিন্সের উদযাপনের কথা। গিলক্রিস্ট বলেছেন, “অ্যাডিলেডে প্রতিটা উইকেট নেওয়ার পর কামিন্সকে একটু বেশিই আগ্রাসী মনে হয়েছে। ওর উদযাপনে সেটা নজরে এসেছে। ও যে লাগামছাড়া হয়ে উঠেছিল, তা নয়। কিন্তু পারথে হারের জেরে হওয়া সমালোচনার জবাব দিতে যে ওরা মরিয়া ছিল, সেটা চোখ এড়ায়নি।”
অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন কামিন্স। অজি অধিনায়কের পারফরম্যান্সে মুগ্ধ গিলক্রিস্ট বলেছেন, “কামিন্স দুর্দান্ত বল করেছে। পারথের ওকে দেখে মনে হয়েছিল, কিছু বিষয়ে উন্নতি প্রয়োজন। অ্যাডিলেডে সেসব খামতি ও মিটিয়ে ফেলেছে বলেই মনে হল।” কামিন্স, মিচেল স্টার্ক এবং স্কট বোল্যান্ডের পেস-ত্রয়ীকে নিয়েও উচ্ছ্বসিত তিনি। “ওরা তিনজন একটা ইউনিট হিসাবে বল করেছে অ্যাডিলেডে। নাথান লিয়ন মাত্র একটা ওভার করেছে, মিচেল মার্শ করেছে চার ওভার। দুই ইনিংস মিলিয়ে বাকি ওভারের পুরোটাই ওরা তিনজন করেছে। ওরা একসঙ্গে দাপট দেখিয়েছে আর সেটা দেখতে আমার বেশ ভালোই লেগেছে,” বার্তা এই প্রবাদপ্রতিম অজি তারকার।