shono
Advertisement
Ajinkya Rahane

'প্লেয়াররা যেন নির্বাচকদের ভয় না পায়', ঘুরিয়ে আগরকরকে তোপ ভারতের প্রাক্তন অধিনায়কের!

কাদের নির্বাচক করা উচিত, সেটাও স্পষ্ট করে দিচ্ছেন তারকা ক্রিকেটার।
Published By: Arpan DasPosted: 01:01 PM Oct 15, 2025Updated: 01:01 PM Oct 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে তিনি জাতীয় দলের বাইরে। এর মধ্যে দেশের জার্সিতে ফিরতে পারবেন এমন কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। সেই অজিঙ্ক রাহানে প্রশ্ন তুলে দিলেন ভারতের নির্বাচকদের নিয়ে। আরও স্পষ্ট করে বললে, কাদের নির্বাচক করা উচিত সেটা নিয়ে। সাম্প্রতিক সময়ে নির্বাচক প্রধান অজিত আগরকরকে নিয়ে একাধিক বিতর্ক মাথাচাড়া দিয়েছে। রাহানের মন্তব্যে সেটা আরও বাড়তে পারে।

Advertisement

চেতেশ্বর পূজারার সঙ্গে একটি আলাপচারিতায় ৩৭ বছর বয়সি তারকার সাফ বক্তব্য, যে ক্রিকেটাররা সাম্প্রতিক সময়ে অবসর নিয়েছেন, তাঁদেরকেই নির্বাচক কমিটিতে রাখা উচিত। নির্বাচক প্রধান অজিত আগরকর অবসর নিয়েছেন প্রায় এক যুগ আগে। নির্বাচক মণ্ডলীতে সদ্য যুক্ত হওয়া দুই ক্রিকেটার আরপি সিং ও প্রজ্ঞান ওঝারাও বহুদিন আগে বাইশ গজ ছেড়েছেন।

সরাসরি কারও নাম না করলেও ভারতের প্রাক্তন অধিনায়ক বলছেন, "প্লেয়াররা যেন নির্বাচকদের ভয় না পায়। যাঁরা সদ্য প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, কিংবা বড় জোর পাঁচ-ছয় বছর আগে অবসর নিয়েছেন, তাঁদেরকেই আমাদের নির্বাচক করা উচিত। কারণ ক্রিকেট বদলাচ্ছে। আমার মতে নির্বাচকদের মানসিকতা যেন সেই পরিবর্তনকে বুঝতে পারে এবং খেলার গতির তাল মেলাতে পারে।"

রাহানের আরও বক্তব্য, "২০-৩০ বছর আগে কীভাবে ক্রিকেট খেলা হত, তার উপর নির্ভর করে আজকের দিনে সিদ্ধান্ত নেওয়া যায় না। টি-টোয়েন্টি বা আইপিএলের মতো ফরম্যাটের যুগে আধুনিক ক্রিকেট প্লেয়ারদের মানসিকতা বুঝতে হবে। আমার মতে, নির্বাচকদের উচিত প্লেয়ারদের স্বাধীনতা দেওয়া, যাতে তারা ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে। যদি বহুদিন আগে অবসর নেওয়া কোনও ক্রিকেটার নির্বাচক হতে চান, তাঁর যত ভালো রেকর্ডই থাক না কেন, তাঁকে সেই দায়িত্ব দেওয়া উচিত নয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দীর্ঘদিন তিনি জাতীয় দলের বাইরে। এর মধ্যে দেশের জার্সিতে ফিরতে পারবেন এমন কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।
  • সেই অজিঙ্ক রাহানে প্রশ্ন তুলে দিলেন ভারতের নির্বাচকদের নিয়ে।
  • আরও স্পষ্ট করে বললে, কাদের নির্বাচক করা উচিত সেটা নিয়ে।
Advertisement