shono
Advertisement
Amol Muzumdar

ফাইনালে হরমনদের তাতাতে শাহরুখের থেকে 'ধার করা' পেপটক! মুখ খুললেন 'সৎ' অমল

অমলের গুরুমন্ত্রে ভর করেই প্রথমবার মহিলা বিশ্বকাপ জিতেছে ভারত।
Published By: Anwesha AdhikaryPosted: 07:55 PM Nov 09, 2025Updated: 08:15 PM Nov 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চক দে ইন্ডিয়ার শাহরুখ খানের সঙ্গে তাঁর তুলনা শুরু হয়ে গিয়েছে। তাঁর গুরুমন্ত্রে ভর করেই প্রথমবার মহিলা বিশ্বকাপ জিতেছে ভারত। কিন্তু আদৌ কি পর্দার কবীর খানের মতো করে পেপটক দিয়েছেন? উইমেন ইন ব্লুর কোচ অমল মুজুমদার জানালেন, ম্যাচের সময়ে রুপোলি পর্দার কথা তাঁর মনেই ছিল না। যা বলেছেন, একেবারে হৃদয় থেকে বলেছেন।

Advertisement

গত রবিবার ভারতের বিশ্বজয়ের পর থেকেই ভাইরাল হয়েছে ভারতীয় মহিলা দলের একটি ভিডিও। সেখানে হরমনপ্রীত কৌরদের তাতাতে অমল বলেন, “আগামী সাত ঘণ্টার জন্য চারদিকের সমস্ত ‘নয়েজ’ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে দাও। শুধু নিজেদের খেলার দিকে ফোকাস করো। ব্যস।” সেই ভিডিও ভাইরাল হতেই হেডকোচের এই কথার সঙ্গে শাহরুখের কবীর খান চরিত্রের সংলাপের মিল খুঁজে পায় নেটপাড়া। কারণ চক দে ইন্ডিয়া ছবিতে কবীর খান তাঁর মহিলা হকি টিমের উদ্দেশে বলেছিলেন, “তোমাদের কাছে সত্তর মিনিট আছে।"

নেটদুনিয়ায় ইতিমধ্যেই কবীর খানের সঙ্গে অমল মুজুমদারের তুলনা শুরু হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, আমজনতার মতে, অমলের হার নাম মানার সংগ্রামকে এবার রুপোলি পর্দায় দেখতে চান তাঁরা। মহিলা দলের হেডকোচের ভূমিকাতে আবারও শাহরুখকেই দেখতে চান নেটিজেনরা। তবে অমল জানান, বিশ্বকাপ ফাইনালের সময়ে কোনও সিনেমার কথা মনে পড়েনি তাঁর। মুম্বইকরের মতে, "আমি একেবারেই নাটুকে নই। তাই সিনেমার সংলাপ থেকে বহুদূরে থাকি।"

তাঁর পেপটক মোটেই শাহরুখের থেকে 'ধার করা' নয়, সাফ জানিয়েছেন অমল। প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, "আমি একেবারে হৃদয় থেকে কথা বলি, সৎভাবে। জানি না কোথা থেকে এই সিনেমার তুলনা আসছে। তবে আমি পরে ফোনে দেখেছি শাহরুখের সংলাপ। কিন্তু ওই সময়ে মন থেকেই কথা বলেছি।" সঙ্গে জানান, অন্যান্য ম্যাচের আগে পেপটক সাধারণত আগে থেকে ভেবে রাখেন তিনি। কিন্তু ফাইনালের আগে আলাদা করে কিছু ভাবেননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত রবিবার ভারতের বিশ্বজয়ের পর থেকেই ভাইরাল হয়েছে ভারতীয় মহিলা দলের একটি ভিডিও।
  • নেটদুনিয়ায় ইতিমধ্যেই কবীর খানের সঙ্গে অমল মুজুমদারের তুলনা শুরু হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, আমজনতার মতে, অমলের হার নাম মানার সংগ্রামকে এবার রুপোলি পর্দায় দেখতে চান তাঁরা।
  • অন্যান্য ম্যাচের আগে পেপটক সাধারণত আগে থেকে ভেবে রাখেন তিনি। কিন্তু ফাইনালের আগে আলাদা করে কিছু ভাবেননি।
Advertisement