shono
Advertisement

Breaking News

Ashes 2025-26

পারথের পর ব্রিসবেনেও কুপোকাত ইংল্যান্ড, অ্যাশেজ জয়ের খুব কাছে অস্ট্রেলিয়া

ব্রিসবেনের গোলাপি বলের টেস্টেও দাপট দেখিয়ে জয় পেল স্টিভ স্মিথের দল।
Published By: Prasenjit DuttaPosted: 03:59 PM Dec 07, 2025Updated: 05:38 PM Dec 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করেছিলেন বেন স্টোকস এবং উইল জ্যাকস জুটি। শনিবার অজি বোলারদের সামনে ধরাশায়ী হয়েছিল ইংল্যান্ড। রবিবার তাঁরা ব্যাট করতে নেমেছিলেন হারের ভ্রূকুটি নিয়ে। তাঁদের আউট করতে কালঘাম ছুটলেও জয় আটকাল না অস্ট্রেলিয়ার। স্টোকস-জ্যাকসের লড়াই সত্ত্বেও ইংল্যান্ড অলআউট হল ২৪১ রানে। মাত্র ৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে জিতে অ্যাশেজে (Ashes 2025-26) ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্টিভ স্মিথের দল। 

Advertisement

ব্রিসবেনে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৩৪ রানের জবাবে ৫১১ রানের পাহাড় গড়ে অজি বাহিনী। ১৭৭ রানে পিছিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান ছিল ৬ উইকেটে ১৩৪। বেন স্টোকসের দল তখনও পিছিয়ে ৪৩ রানে। অর্থাৎ চতুর্থ দিনেই যে জিতে যেতে পারে অস্ট্রেলিয়া, সেই সম্ভাবনা ছিল ষোলোআনা। শেষ পর্যন্ত সেটাই হল। ব্রিসবেনের গোলাপি বলের টেস্টেও দাপট দেখিয়ে জয় পেল অস্ট্রেলিয়া।

রবিবার প্রথম ২ ঘণ্টায় কোনও উইকেট হারায়নি ইংল্যান্ড। একেবারে ঢিমে চালে এগোচ্ছিলেন স্টোকস-জ্যাকস। ১৭৭ রানে পিছিয়ে ছিল ইংল্যান্ড। সেই রান দুই ইংলিশ ব্যাটারের সৌজন্যেই অতিক্রম করে ইংল্যান্ড। তবে ৯২ বলে ৪১ রানে নেসেরের বলে জ্যাকস আউট হতেই তাঁদের ৯৬ রানের জুটি ভাঙে। দুই ওভারের মধ্যেই ইংল্যান্ড অধিনায়ককেও সাজঘরে ফেরান নেসের। এরপর টেল-এন্ডাররা বেশিক্ষণ রুখে দাঁড়াতে পারেননি। অ্যাটকিনসন (৩) এবং ব্রাইডন কার্স (৭) সাত-তাড়াতাড়ি ফেরায় ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ২৪১ রানে।

৪১ রানে ৫ উইকেট নিয়েছেন মাইকেল নেসের। স্টার্ক এবং বোল্যান্ড দু'টি করে উইকেট ভাগ করে নিয়েছেন। একটি উইকেটে পেয়েছেন ব্রেন্ডন ডগেট। মাত্র ৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ের গতিতে শুরু করেন ট্রাভিস হেড। ২২ রানে অ্যাটকিনসনের বলে আউট হলেন যখন, অস্ট্রেলিয়ার রান ৫.৫ ওভারে ৩৭। এরপর মাত্র ৩ রানে লাবুশানেকে ফেরালেন অ্যাটকিনসন। এরপর জেক ওয়েদারল্ড (১৭) এবং স্টিভ স্মিথ (২৩) অস্ট্রেলিয়াকে জয়ের সরণিতে নিয়ে যান। পারথের পর ব্রিসবেনেও জিতল অস্ট্রেলিয়া। ১৭ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে শুরু তৃতীয় টেস্ট। সেই ম্যাচ জিতলেই এই মরশুমের অ্যাশেজ জিতবে স্টিভ স্মিথের দল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করেছিলেন বেন স্টোকস এবং উইল জ্যাকস জুটি।
  • স্টোকস-জ্যাকসের লড়াই সত্ত্বেও ইংল্যান্ড অলআউট হল ২৪১ রানে।
  • মাত্র ৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে জিতে অ্যাশেজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্টিভ স্মিথের দল। 
Advertisement