shono
Advertisement

Breaking News

Babar Azam

৮০০ দিন, টানা ৮৩ ইনিংসে অধরা সেঞ্চুরি! কোহলির লজ্জার নজির স্পর্শ বাবরের

শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতলেও পাকিস্তানকে চিন্তায় রাখল বাবরের ফর্ম।
Published By: Arpan DasPosted: 12:00 PM Nov 12, 2025Updated: 12:00 PM Nov 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুঃসময় অব্যাহত বাবর আজমের। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের ব্যাটে রানখরা চলছেই। আন্তর্জাতিক ক্রিকেটে গত ৮৩ ইনিংসে বাবরের ব্যাট থেকে কোনও সেঞ্চুরির দেখা নেই। যে অবস্থা হয়েছিল বিরাট কোহলির। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে পাকিস্তান শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতলেও চিন্তায় রাখল বাবরের ফর্ম।

Advertisement

রাওয়ালপিণ্ডিতে প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাট করে পাকিস্তান ২৯৯ রান তোলে। সেঞ্চুরি করেন সলমন আলি আঘা। ওয়ানিন্দু হাসরাঙ্গার বলে বাবর আউট হন মাত্র ২৯ রানে। ব্যাট ও প্যাডের মাঝে এতটাই ফাঁক ছিল যে, বল স্টাম্প উড়িয়ে দেয়। যা দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন শ্রীলঙ্কার কোচ সনৎ জয়সূর্য। ঘটনাচক্রে টানা ৮৮ ইনিংসে সেঞ্চুরি না করতে পারার রেকর্ড রয়েছে জয়সূর্যর নামে।

বাবর আপাতত দাঁড়ালেন ৮৩টি ইনিংসে। দিনের হিসেবে ধরলে প্রায় ৮০০ দিন। শেষবার ওয়ানডেতে তাঁর ব্যাটে সেঞ্চুরি এসেছিল ২০২৩-র এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে। তারপর ওয়ানডেতে সর্বোচ্চ রান ৭৮। চলতি বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই রান করেছিলেন। অন্যদিকে কোহলিও আন্তর্জাতিক ক্রিকেটে ৮৩টা ইনিংস সেঞ্চুরিহীন কাটিয়েছিলেন। সেই লজ্জার রেকর্ড ছুঁয়ে ফেললেন বাবর।

তবে পাকিস্তানকে জেতালেন সলমন ও হ্যারিস রাউফ। রান পাননি মহম্মদ রিজওয়ান (৫)। হুসেন তালাত ৬২ রান করেন। ৩০০ রানের লক্ষ্য ধাওয়া করতে নেমে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু রাউফ ৪ উইকেট নিয়ে তাদের কাজ অসম্ভব করে দেন। পাকিস্তান জেতে ৬ রানে। ম্যাচের পর একরাশ ক্ষোভ উগরে দেন রাউফ। কেন এশিয়া কাপে ফাইনালে ভালো খেলতে পারেননি তার জবাবে পাক পেসার বলেন, "সবাই আশা করে আমরা রোবটের মতো খেলব। কিন্তু আমাদের খারাপ দিন আসতে পারে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুঃসময় অব্যাহত বাবর আজমের। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের ব্যাটে রানখরা অব্যাহত।
  • আন্তর্জাতিক ক্রিকেটে গত ৮৩ ইনিংসে বাবরের ব্যাট থেকে কোনও সেঞ্চুরির দেখা নেই।
  • যে অবস্থা হয়েছিল বিরাট কোহলির।
Advertisement