shono
Advertisement

Breaking News

Jaharana Alam

'জোর করে জড়িয়ে ধরতেন প্রাক্তন নির্বাচক', যৌন হেনস্তার বিস্ফোরক অভিযোগ বাংলাদেশ পেসারের

'পিরিয়ডস কবে শেষ হবে?' প্রশ্ন করতেন প্রাক্তন নির্বাচক।
Published By: Anwesha AdhikaryPosted: 08:50 AM Nov 07, 2025Updated: 03:34 PM Nov 07, 2025

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: একের পর এক হেনস্তার অভিযোগে বিদ্ধ বাংলাদেশের মহিলা ক্রিকেট। এবার বাংলাদেশ ক্রিকেটার জাহানারা আলম‌ (Jaharana Alam) বিস্ফোরক অভিযোগ আনলেন বাংলাদেশ নারী দলের প্রাক্তন নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে। জাহানারার কথায়, তিনি জাতীয় দলে খেলার সময়ে দিনের পর দিন যৌন নির্যাতনের শিকার হয়েছেন। উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিশ্বকাপেও জুনিয়রদের র‍্যাগিং করার অভিযোগ উঠেছে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে।

Advertisement

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে কাঁদতে কাঁদতে জাহানারা বলেন, জাতীয় দলে থাকাকালীন দিনের পর দিন তাঁকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। বাংলাদেশ বোর্ডকে লিখিত দিয়েও কোনো লাভ হয়নি। তারকা বাংলাদেশি ক্রিকেটার বলেন,"নিপীড়নের মাত্রা এমন জায়গায় গিয়েছিল যে মঞ্জুরুল ভাই আমাকে বলতেন, তোমার পিরিয়ডস কবে শেষ হবে? যখন তুমি সেফ হবে তখন আমার সঙ্গে দেখা কোরো। অকারণে আমাদের জড়িয়ে ধরতেন। অশ্লীলভাবে কাঁধে হাত রাখতেন।"

দেশের অন্যতম সেরা ক্রিকেটারের এমন অভিযোগ ঘিরে হুলুস্থূল পড়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেটে। জাহানারা জানিয়েছেন, যৌন নির্যাতন নিয়ে তিনি বারবার ক্রিকেট কর্তাদের কাছে অভিযোগ করেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অভিযোগ জানিয়ে চিঠি লেখার পরে সাময়িকভাবে হয়তো অভিযুক্ত নির্বাচকদের ব্যবহার বদলাত। কিন্তু দীর্ঘমেয়াদি কোনও সমাধান হয়নি। তবে তারকা পেসারের এই বিস্ফোরক অভিযোগের পর তদন্ত কমিটি বসানোর কথা ভাবছে বাংলাদেশ বোর্ড।

উল্লেখ্য, দিনকয়েক আগেই বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছিলেন জাহানারা। তিনি জানান, জ্যোতি প্রচুর মারধর করেন জুনিয়রদের। বিশ্বকাপের সময়ও জুনিয়ররা এমন অভিযোগ জানিয়েছেন নিগারের বিরুদ্ধে। মাথা টেপানো, ব্যাগ বওয়ানোর মতো কাজও জুনিয়রদের দিয়ে করান জ্যোতি, এমনটাই জাহানারার দাবি। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই ধরনের অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রাক্তন সতীর্থকে পালটা তোপ দেগেছেন নিগার নিজেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক সাক্ষাৎকারে কাঁদতে কাঁদতে জাহানারা বলেন, জাতীয় দলে থাকাকালীন দিনের পর দিন তাঁকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে।
  • জাহানারা জানিয়েছেন, যৌন নির্যাতন নিয়ে তিনি বারবার ক্রিকেট কর্তাদের কাছে অভিযোগ করেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
  • দিনকয়েক আগেই বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছিলেন জাহানারা।
Advertisement