shono
Advertisement
BCCI

গম্ভীরের পছন্দের সাপোর্ট স্টাফ বদল বোর্ডের! ব্যাটিং কোচ হতে আগ্রহী বিরাটের প্রাক্তন সতীর্থ

ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি প্রশ্ন উঠছে সাপোর্ট স্টাফের পারফরম্যান্স নিয়েও।
Published By: Anwesha AdhikaryPosted: 05:08 PM Jan 16, 2025Updated: 05:08 PM Jan 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দলে নিজের পছন্দমতো সাপোর্ট স্টাফ বেছে নিয়েছিলেন গৌতম গম্ভীর। কিন্তু ৬ মাসের মধ্যেই প্রশ্ন উঠছে ভারতীয় দলের সহকারী কোচদের নিয়ে। জল্পনা, বোর্ড নাকি নতুন সাপোর্ট স্টাফ নিয়োগ করতে চাইছে। এহেন পরিস্থিতিতে কেভিন পিটারসেন জানিয়েছেন, ভারতীয় দলের ব্যাটিং কোচ হতে আগ্রহী তিনি।

Advertisement

গত বছর ভারতীয় দলের কোচ হিসাবে গম্ভীরকে বেছে নেওয়া হয়। তারপরেই দীর্ঘদিনের প্রথা ভাঙেন 'জিজি'। এনসিএর সঙ্গে যুক্ত থাকা কোচদের উপর মোটেই আস্থা রাখতে পারেননি তিনি। বরং কেকেআরে মেন্টর থাকাকালীন যাঁদের সঙ্গে কাজ করেছেন, সেই সাপোর্ট স্টাফকেই তুলে নিয়ে যান জাতীয় দলে। সহকারী কোচ হিসাবে রায়ান টেন দুশখাতে, অভিষেক নায়ারকে নিয়োগ করা হয়। বোলিং কোচ হিসাবে আনা হয় মর্নি মর্কেলকে। ফিল্ডিং কোচ হিসাবে অবশ্য বহাল থাকেন রাহুল দ্রাবিড় জমানার টি দিলীপ।

কিন্তু ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি প্রশ্ন উঠছে সাপোর্ট স্টাফের পারফরম্যান্স নিয়েও। বিরাট কোহলি বারবার একইভাবে আউট হলেও কেন তাঁকে শুধরে দেওয়া হল না, সেই নিয়ে সমালোচনা চলছে। এহেন পরিস্থিতিতে খবর ছড়ায়, নতুন সাপোর্ট স্টাফ নিয়োগ করতে চলেছে বিসিসিআই। তবে পুরনোদের কারোওর উপর এখনই কোপ পড়বে না। নতুন একজন ব্যাটিং কোচ নেওয়া হতে পারে বলে ভাবনাচিন্তা চলছে বোর্ডের অন্দরে।

এই খবর হু হু করে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। তার পরেই এক্স হ্যান্ডেলে পিটারসেন লেখেন, 'আমি তৈরি'। অর্থাৎ ভারতের ব্যাটিং কোচের দায়িত্ব নিতে চান তিনি। উল্লেখ্য, প্রাক্তন ব্রিটিশ তারকাকে সেদেশের সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটার হিসাবে অভিহিত করা হয়। বিরাটের সঙ্গে খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেও। অবসর নেওয়ার পরে বিশ্বের নানা প্রান্তে ধারাভাষ্যকার হিসাবে কাজ করেন পিটারসেন। কিন্তু কোচ হিসাবে অভিজ্ঞতা নেই তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত বছর ভারতীয় দলের কোচ হিসাবে গম্ভীরকে বেছে নেওয়া হয়। তারপরেই দীর্ঘদিনের প্রথা ভাঙেন 'জিজি'।
  • পুরনোদের কারোওর উপর এখনই কোপ পড়বে না। নতুন একজন ব্যাটিং কোচ নেওয়া হতে পারে বলে ভাবনাচিন্তা চলছে বোর্ডের অন্দরে।
  • এক্স হ্যান্ডেলে পিটারসেন লেখেন, 'আমি তৈরি'। অর্থাৎ ভারতের ব্যাটিং কোচের দায়িত্ব নিতে চান তিনি।
Advertisement