shono
Advertisement
Ranji Trophy

শামি-সুরজদের দাপুটে বোলিং, অসমের বিরুদ্ধে প্রথম দিন সুবিধাজনক জায়গায় বাংলা

কল্যাণীতে চার পেসার নিয়ে নেমেছে বঙ্গ ব্রিগেড।
Published By: Prasenjit DuttaPosted: 05:59 PM Nov 16, 2025Updated: 05:59 PM Nov 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রনজির গত ম্যাচে রেলওয়েজকে এক ইনিংস এবং ১২০ রানের বিরাট ব্যবধানে রেলওয়েজকে বেলাইন করে বোনাস পয়েন্ট-সহ ৭ পয়েন্ট এসেছিল বাংলার ঘরে। জয়ের সেই ধারা ধরে রাখতে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অসমের বিরুদ্ধে নেমেছেন মহম্মদ শামিরা। কল্যাণীতে দাপুটে বোলিংয়ের সুবাদে প্রথম দিনের শেষে অসমের রান ৮ উইকেটে ১৯৪। স্কোর দেখে বলেই দেওয়া যায়, সুবিধাজনক জায়গায় বাংলা। 

Advertisement

এই ম্যাচে শামি ফেরায় টিম কম্বিনেশনেও বদল এনেছে বাংলা। অসমের বিরুদ্ধে কল্যাণীর উইকেটে ঘাস ছিল। তাই চার পেসার নিয়ে নেমেছে দল। শামির সঙ্গে ছিলেন ঈশান, সুরজ সিন্ধু জয়সওয়াল এবং মহম্মদ কাইফ। স্পিন বিভাগে শাহবাজ আহমেদের সঙ্গে রাহুল প্রসাদ। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ফিরছেন প্রথম একাদশে। রেলওয়েজ ম্যাচের দল থেকে বাদ পড়ছেন আদিত্য পুরোহিত, বিশাল ভাটি ও সুমিত মোহান্ত।

এমন একটা শক্তিশালী স্কোয়াড নিয়ে অসমের বিরুদ্ধে দুর্দান্ত শুরু করে বাংলা। শুরুতেই সুরজের বলে ঋষভ দাসের (২) উইকেট খোয়ায় অসম। ভারত 'এ' দলে থাকায় এই ম্যাচে ছিলেন না অসমের পরিচিত মুখ রিয়ান পরাগ। সেটা অবশ্যই প্রভাব পড়েছে তাদের ব্যাটিংয়ে। তবে শুরুর ধাক্কা সামলে ওপেনার প্রদ্যুৎ সাইকিয়ার (৩৮) সঙ্গে রুখে দাঁড়িয়েছিলেন স্বরূপম পুরকায়স্থ।

কাইফের বলে সাইকিয়ার পর সাজঘরের রাস্তা দেখলেন দীনেশ দাস (২)। দ্রুত দুই উইকেট হারালেও দারুণ খেলছিলেন স্বরূপম। যখন মনে হচ্ছিল বড় রানের পথে যাচ্ছেন, সেই সময় জ্বলে ওঠেন শামি। ৬২ রানে আউট হন তিনি। এই উইকেটটাই টার্নিং পয়েন্ট। স্বরূপম ফিরতেই একের পর এক উইকেট হারাতে থাকে অসম। আকাশ সেনগুপ্তরও উইকেট নেন শামি। দিনের শেষে অসমের রান ৮ উইকেটে ১৯৪। অপরাজিত অসম অধিনায়ক উইকেটকিপার সুমিত ঘাদিগাঁওকর (৪৮)। বাংলার হয়ে সুরজ সিন্ধু পেয়েছেন ৩ উইকেট। শামি ও কাইফের শিকার ২টি। ঈশান পোরেল পেয়েছেন ১ উইকেট। বাংলার লক্ষ্য থাকবে, দ্বিতীয় দিনের শুরুতেই অসমের বাকি উইকেট তুলে ব্যাটিংয়ে নামা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জয়ের সেই ধারা ধরে রাখতে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অসমের বিরুদ্ধে নেমেছেন মহম্মদ শামিরা।
  • কল্যাণীতে দাপুটে বোলিংয়ের সুবাদে প্রথম দিনের শেষে অসমের রান ৮ উইকেটে ১৯৪।
  • স্কোর দেখে বলেই দেওয়া যায়, সুবিধাজনক জায়গায় বাংলা।
Advertisement