সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিপুরা ম্যাচের ব্যর্থতা ভুলে রেলকে বেলাইন করার লক্ষ্য নিয়ে শনিবার সুরাটের লালভাই কনট্রাক্টর স্টেডিয়ামে রনজি ম্যাচে নেমেছিল বাংলা। তবে ম্যাচের শুরুতে বেকায়দায় পড়ল খোদ বাংলা। ধুঁকতে থাকা বাংলাকে টেনে তোলার কাজটা করলেন অনুষ্টুপ মজুমদার এবং শাহবাজ আহমেদ। তাঁদের পালটা মারে প্রথম দিনের শেষে ৫ উইকেটে ২৭৩ রান করে স্বস্তিতে বাংলা।
মরশুমের ঘোষিত অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ভারতীয় 'এ' দলের হয়ে খেলছেন। তাঁর ডেপুটি অভিষেক পোড়েল ডাক পেয়েছেন রাইজিং স্টার এশিয়া কাপের দলে। এই অবস্থায় ফের সুদীপ ঘরামির কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব। গত মরশুমে বাংলার নেতৃত্বভার ছিল সুদীপের উপর। সেই সুদীপ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন। তবে ভয়াবহ শুরু করল বঙ্গব্রিগেড। অতি ধীর লয়ে শুরু করা বাংলা নিজের বিপদ নিজেই ডেকে আনে।
রেলওয়েজের বিরুদ্ধে অভিষেক হয় ওপেনার আদিত্য পুরোহিতের। তবে ডাহা ফেল তিনি। মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক সুদীপ এদিন কোনও রান করতে পারলেন না। সুরজ সিন্ধুর সংগ্রহ মাত্র ৫ রান। একটা সময় বাংলার রান ছিল ২৬.৩ ওভারে ৩ উইকেটে ২৭। ওভার পিছু রান মাত্র ১। এত মন্থর ব্যাটিং আধুনিক ক্রিকেটে দেখা মেলা ভার। কিছুটা লড়াই দিচ্ছিলেন শাকির গান্ধী। ৯০ বলে ২৮ রানে তিনিও সাজঘর যাত্রা করলেন।
৬১/৪ অবস্থায় চাপে পড়ে যাওয়া বাংলাকে টেনে তোলেন অনুষ্টুপ এবং শাহবাজ। বলা চলে ম্যাচের পাশা পালটে দেন তাঁরা। পূর্বসূরি ব্যাটারদের শ্লথতা কাটিয়ে আক্রমণাত্মক ঢংয়ে জবাব দেন দুই ব্যাটার। তাঁদের জুটিতে ওঠে ১৩৪ রান। ১০৬ বলে ৮৬ রানের ইনিংস খেলে আউট হলেন তিনি। এরপর সুমন্ত গুপ্তকে সঙ্গে নিয়ে অপরাজিত ৭৮ রানের জুটি গড়েছেন অনুষ্টুপ। দিনের শেষে ১৬১ বলে ১০৩ করেন অনুষ্টুপ। সেট হয়ে গিয়েছেন সুমন্তও। তাঁর সংগ্রহ ৫৬ বলে ৩৯। প্রথম দিনের শেষে বাংলার রান ৫ উইকেটে ২৭৩। দ্বিতীয় দিন সকালটা সামাল দিতে পারলে নিশ্চিতভাবে বড় রান করবে বাংলা। রেলওয়েজের হয়ে কুণাল যাদব ৩টি, আদর্শ সিং এবং করণ শর্মা নিয়েছেন ১ উইকেট। উল্লেখ্য, তিন ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপে তিন নম্বরে বাংলা।
