সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রনজি ট্রফির গ্রুপ পর্বের বাকি দু'টো ম্যাচই খুব গুরুত্বপূর্ণ বাংলার কাছে। নকআউটে যেতে হলে দু'টো ম্যাচেই জেতা ছাড়া আর কোনও রাস্তা নেই বাংলার। মরণবাঁচন সেই ম্যাচে জ্বলে উঠলেন বাংলার পেসার সুরজ সিন্ধু জয়সওয়াল। একাই ৬ উইকেট তুলে নিয়েছেন। কিন্তু প্রথম দিনের শেষে এক উইকেট হারিয়ে পালটা চাপে পড়ে গিয়েছে বাংলা।
বৃহস্পতিবার কল্যাণীতে হরিয়ানার বিরুদ্ধে খেলতে নেমেছে বঙ্গ ব্রিগেড। কিন্তু সেই ম্যাচে নেই শাহবাজ আহমেদ, সুদীপ চট্টোপাধ্যায়, অভিমন্যু ঈশ্বরণরা। তবে পেস ব্যাটারির উপরে ভরসা রেখেই কল্যাণীতে গ্রিনটপ উইকেটে নেমেছিলেন অনুষ্টুপ মজুমদাররা। অধিনায়কের আস্থার মর্যাদা দিয়েছেন সুরজ। ১২.৫ ওভার বল করে ৬ উইকেট তুলে নিয়েছেন তিনি, ৪৬ রান। যোগ্য সঙ্গত করেছেন আরও দুই পেসার মুকেশ কুমার এবং মহম্মদ কাইফ। দুটি করে উইকেট তুলে নিয়েছেন তাঁরা। বঙ্গ পেসারদের আগুনে পারফরম্যান্সে মাত্র ১৫৭ রানে গুটিয়ে যায় হরিয়ানার ইনিংস।
তবে পালটা ব্যাট করতে নেমে চাপে বাংলাও। চতুর্থ ওভারে আউট হয়ে গিয়েছেন ওপেনার ঋত্বিক চট্টোপাধ্যায়। আপাতত ক্রিজে রয়েছেন অঙ্কিত চট্টোপাধ্যায় এবং রোহিত কুমার। স্কোরবোর্ডে মাত্র ১০ রান। ১৪৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন সুদীপ ঘরামিরা।
এদিন রনজির অন্য ম্যাচগুলিতে ব্যর্থ হয়েছেন জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার। রোহিত শর্মা, শস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, অজিঙ্ক রাহানে-ব্যর্থ হয়েছেন মুম্বইয়ের বড় নামেরা। দিল্লির হয়ে খেলতে নেমে ব্যর্থ ঋষভ পন্থও। একমাত্র রবীন্দ্র জাদেজা এদিন ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করেছেন। দিল্লি বনাম সৌরাষ্ট্র ম্যাচে ৬৬ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। পরে ব্যাট করতে নেমে ৩৬ বলে ৩৮ রান করেন।