shono
Advertisement

Breaking News

Rohit Sharma

'একবারে একটাই কাজ', অস্ট্রেলিয়ায় ভক্তদের আবদারে 'অতিষ্ঠ' রোহিতের সপাট উত্তর

অ্যাডিলেডে দিন-রাতের টেস্টের আগে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত।
Published By: Arpan DasPosted: 10:31 AM Dec 01, 2024Updated: 10:31 AM Dec 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা বিশ্ব জুড়েই তাঁর ভক্তরা ছড়িয়ে আছেন। অস্ট্রেলিয়াতেও যে রোহিত শর্মা ভক্তদের ভিড়ের সামনে পড়বেন, সেটা প্রত্যাশিত ছিল। সেটাই হল। আর সমর্থকদের সেলফি, অটোগ্রাফ দিতে দিতে 'অতিষ্ঠ' হিটম্যান উত্তরও দিলেন সপাটে।

Advertisement

বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে ছিলেন না রোহিত। পারথে বুমরাহর নেতৃত্বে সহজেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে। যেখানে ৩৬ রানে অলআউট হওয়ার কলঙ্ক রয়েছে। ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা দিন-রাতের সেই টেস্টের আগে ক্যানবেরায় প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি অনুশীলন ম্যাচ খেলছে ভারত। যার প্রথম দিনে বাধ সেঁধেছিল বৃষ্টি।

মানুকা ওভালে পিঙ্ক বলে সেই প্রস্তুতি ম্যাচেই ভক্তদের ভিড়ের মুখোমুখি হলেন রোহিত। কারওর আবদার সেলফি, তো কেউ চাইছেন অটোগ্রাফ। একসঙ্গে কতগুলো দিক সামলাবেন ভারত অধিনায়ক? ভালোবাসার 'অত্যাচার' থেকে বাঁচতে শেষমেষ বলেই ফেললেন, 'একবারে একটাই কাজ করতে পারব'। আর তাঁর বলার ধরন সেই চেনা হিটম্যান ধাঁচেই।

অবশ্য রোহিতের এই কীর্তি প্রথম নয়। এর আগেও বহুবার ভক্তদের মুখোমুখি হয়ে মজার উত্তর দিয়েছিলেন তিনি। এবারের বর্ডার গাভাসকর সফরই বা বাদ যায় কেন? এবার দেখার দ্বিতীয় টেস্টে তাঁকে কোন ভূমিকায় দেখা যায়। নেতৃত্বের ভার যে বুমরাহর কাঁধ থেকে সরে গিয়ে রোহিতই নেবেন, সেটা স্পষ্ট। কিন্তু ব্যাটিং অর্ডারে কি পরিবর্তন আসবে? সেটার উত্তর সময়ই দেবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সারা বিশ্ব জুড়েই তাঁর ভক্তরা ছড়িয়ে আছেন।
  • অস্ট্রেলিয়াতেও যে রোহিত শর্মা ভক্তদের ভিড়ের সামনে পড়বেন, সেটা প্রত্যাশিত ছিল। সেটাই হল।
  • আর সমর্থকদের সেলফি, অটোগ্রাফ দিতে দিতে 'অতিষ্ঠ' হিটম্যান উত্তরও দিলেন সপাটে।
Advertisement