সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারথের পর গাব্বা। অ্যাশেজে ফের হার ইংল্যান্ডের। পারথে হারার পর ইংরেজ কোচ ব্রেন্ডন ম্যাকালাম বলেছিলেন, সেভাবে প্রস্তুতি নিতে পারেননি। আর গাব্বায় হেরে সাফাই, তাঁরা বেশি ট্রেনিং করে ফেলেছেন। কোচ যাই বলুন না কেন, ইংরেজ অধিনায়ক বেন স্টোকস বেশ রুষ্ট। তাঁর সাফ বক্তব্য, দুর্বলদের অস্ট্রেলিয়ায় আসা উচিতই নয়। অন্যদিকে ম্যাচের শেষ দিনে ঝামেলা লেগে গেল স্টিভ স্মিথ ও জফ্রা আর্চারের।
অ্যাশেজে ০-২ ব্যবধানে পিছিয়ে ইংল্যান্ড। গাব্বার পিঙ্ক বল টেস্টে অস্ট্রেলিয়ার কাছে তারা হারল ৮ উইকেটে। কেন এই দুরবস্থা? ম্যাকালাম বলছেন, "প্রস্তুতিতে কোনও খামতি ছিল না। বরং বলব, বেশি প্রস্তুতি নিয়ে ফেলেছি। ম্যাচের আগে পাঁচটা সেশন কঠোর পরিশ্রম করেছি। অনেকেরই বেশি পরিশ্রমের প্রবণতা আছে। আমাদের অবশ্যই ভালো প্রস্তুতি নিতে হবে। কিন্তু তার সঙ্গে তরতাজা থাকাটাও দরকারি।"
তবে কোনও অজুহাতের ধার ধারছেন না স্টোকস। তাঁর সাফ বক্তব্য, "সবাই বলে অস্ট্রেলিয়া দুর্বলদের জায়গা নয়। আমরা দুর্বল নই ঠিকই, তবে আমাদের এখান থেকে পথ খুঁজে বের করতে হবে। আমরা ০-২ ব্যবধানে পিছিয়ে আছি ঠিকই। কিন্তু এখান থেকে পালিয়ে যাব না। আমাদের পরের তিনটে ম্যাচ জিততেই হবে।"
কাজটা যে খুবই কঠিন, সেটা ভালোই জানেন স্টোকস। তাঁদের দলে জো রুট আছেন ঠিকই, কিন্তু অস্ট্রেলিয়ারও তো স্টিভ স্মিথ আছে। যাঁকে কিছুতেই পরাস্ত করতে পারছেন না জফ্রা আর্চাররা। এমনকী ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বল করেও লাভ হচ্ছে না। ম্যাচে তখন অস্ট্রেলিয়া জয়ের মুখে। সেই সময় বল হাতে আগুনের গোলা ছোটালেন জফ্রা। তাতে স্মিথকে সমস্যায় ফেলা যায়নি। বরং অজি অধিনায়ক বলেন, "এখন আর জোরে বল করে কী লাভ?" তারপরই আর্চারকে চার-ছয়ের বন্যায় ধুয়ে দেন স্মিথ। শেষ পর্যন্ত তিনি ৯ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।
