রাজর্ষি গঙ্গোপাধ্যায়: ছ’বছর পর ফিরতে চলেছে জগমোহন ডালমিয়া স্মারক বক্তৃতা। আগামী ১৪ নভেম্বর থেকে ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট শুরু হয়ে যাচ্ছে। তার একদিন আগে ছোট্ট স্মৃতি বক্তৃতার অনুষ্ঠান হবে। এবার বক্তৃতা দেবেন কিংবদন্তি সুনীল গাভাসকর।
ভারতীয় ক্রিকেট তো বটেই, গোটা বিশ্ব ক্রিকেটের মানচিত্র বদলে দিয়েছিলেন জগমোহন ডালমিয়া। কিংবদন্তি ক্রিকেট প্রশাসকের স্মৃতিতে অতীতে এই বক্তৃতা আয়োজন করত বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা। ইডেনে শেষ বার জগমোহন ডালমিয়া স্মৃতি বক্তৃতা হয়েছিল ২০১৯ সালে। ইডেনে গোলাপি বলের টেস্টের সময়। তারপর নানা কারণে সেটা করা যায়নি। সৌরভ সভাপতি হওয়ার পর ফের চালু হচ্ছে।
প্রাথমিকভাবে সিএবির পরিকল্পনা ছিল, ১৯৯১ সালে ইডেনে যে দক্ষিণ আফ্রিকা টিম খেলতে এসেছিল ক্লাইভ রাইসের নেতৃত্বে, সেই টিমের কোনও সদস্যকে আনার। বর্ণবৈষম্যের কারণে দীর্ঘদিন যাবৎ নির্বাসিত থাকার পর ’৯১ সালে প্রথম বার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে এসেছিল রাইসের টিম। ভারতের বিরুদ্ধে। ঠিক হয়েছিল, সেই সিরিজে খেলা দুই দলের একজন করে সদস্যকে ডালমিয়া স্মারক বক্তৃতায় আমন্ত্রণ জানানো হবে।
প্রথমে, আলি বাখারকে আনার কথা ভাবা হয়েছিল। কিন্তু বয়সজনিত কারণে তাঁর পক্ষে আসা সম্ভব হচ্ছে না। তারপর অ্যালান ডোনাল্ড, অ্যান্ড্রু হাডসন, ব্রায়ান ম্যাকমিলানদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে এর বাইরে দক্ষিণ আফ্রিকার অন্য কিংবদন্তিদের কথাও ভাবা হয়। যোগাযোগ করা হয়েছিল, শন পোলক, জ্যাক কালিসদের সঙ্গেও। কিন্তু কাউকেই পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ঠিক হয়েছে এ বছর ডালমিয়া স্মারক বক্তৃতা দেবেন কিংবদন্তি সুনীল গাভাসকর। তাঁর সঙ্গে দক্ষিণ আফ্রিকার কাউকে এখনও রাখার চেষ্টা করা হচ্ছে। তবে কেউ থাকবেন কিনা নিশ্চিত নয়।
