সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিসিআই। প্রত্যাশিতভাবেই সেই দলে রাখে হয়েছে দেশের সেরা পেসার জশপ্রীত বুমরাহকে। কিন্তু ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে আদৌ নামবেন তো বুমরাহ? সে নিয়ে ধোঁয়াশা পুরোপুরি দূর করতে পারলেন না নির্বাচকপ্রধান অজিত আগরকর। তিনি বলে গেলেন, আমি আশা করছি বুমরাহ সময়মতো ফিট হয়ে উঠবেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে ৩ জন মাত্র পেসার রাখা হয়েছে। একজন বুমরাহ, দ্বিতীয়জন মহম্মদ শামি এবং তৃতীয় জন অর্শদীপ সিং। তবে বুমরাহর ফিটনেস নিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে কোনওরকম স্পষ্ট আপডেট দিতে পারেননি আগরকর। তিনি বলেন, "আমার আশা বুমরাহ ফিট হয়ে যাবে। যদি সে ফিট হতে না পারে, তাহলে এ নিয়ে ভাবা যাবে।" আগরকরের বক্তব্য, "হাতে আরও পাঁচ সপ্তাহ সময় আছে। আমরা এই পাঁচ মাসে আরও স্পষ্ট ধারণা পাব বুমরাহর ফিটনেস নিয়ে।" বুমরাহ যে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলবেন না সেটা অবশ্য এদিন স্পষ্ট করে দিয়েছেন আগরকর। ওই সিরিজের জন্য ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে হর্ষিত রানাকে।
উল্লেখ্য, বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচ অর্থাৎ সিডনি টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান বুমরাহ। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি। ভারতীয় দলের সহ-অধিনায়কের পিঠে ব্যাথা (ব্যাক স্প্যাজম) হয়েছে। চোট কতখানি গুরুতর, তার উপরে নির্ভর করছে আগামী দিনে তাঁর মাঠে নামা। মনে করা হচ্ছিল দল ঘোষণার সময় বুমরাহর ফিটনেস নিয়ে স্পষ্ট কোনও বার্তা দেবেন নির্বাচকরা। কিন্তু এদিন আগরকরের বক্তব্যেও স্পষ্টতা পাওয়া গেল না। তিনি মেনে নিলেন, বুমরাহ ঠিক কবে ফিরবেন সেটা নিয়ে কেউ নিশ্চিত নয়। এ নিয়ে বোর্ডের মেডিক্যাল টিমের সঙ্গে পরামর্শের প্রয়োজন আছে বলে স্বীকার করেছেন তিনি।
এদিকে এদিন দল ঘোষণার সময় মহম্মদ শামির ফিটনেসের প্রসঙ্গও ওঠে। সেই ২০২৩ বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সি গায়ে চাপাননি শামি। কিন্তু এদিন নির্বাচকরা জানিয়ে দিয়েছেন, শামি ঘরোয়া ক্রিকেটে নিজের ফিটনেস প্রমাণ করেছেন। সৈয়দ মুস্তাক আলি খেলেছেন। ওঁর গুণমান নিয়ে আমাদের মধ্যে কোনও সংশয় কোনও কালেই ছিল না। ওর অভিজ্ঞতাও ভীষণ মূল্যবান।