shono
Advertisement
Champions Trophy

'জিতো বাজি খেল কে...', আতিফ আসলামের কণ্ঠে কেমন হল চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং?

ভারত-পাক মহারণের জন্য মুখিয়ে আছেন জনপ্রিয় গায়ক।
Published By: Arpan DasPosted: 04:02 PM Feb 07, 2025Updated: 04:02 PM Feb 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। স্টেডিয়াম তৈরি নিয়ে গোলযোগ থাকলেও, প্রচারে কোনও ত্রুটি রাখছে না পাকিস্তান। এবার প্রকাশ্যে এল চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং। যার নাম 'জিতো বাজি খেল কে'। আর গানটি গেয়েছেন আতিফ আসলাম।

Advertisement

শুধু পাকিস্তান নয়, ভারতেও যথেষ্ট জনপ্রিয় আতিফ। বলিউডের অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তাঁর কণ্ঠে। তবে বর্তমানে দুই দেশের সম্পর্কের জেরে আর বলিউডে তাঁর গান শোনা যায় না। তাতেও জনপ্রিয়তা কমেনি। আর সেটাই চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সংয়ের অন্যতম ইউএসপি। গানটি লিখেছেন আদনান ঢুল ও আসফান্দ্যার আসাদ। পাকিস্তানের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে গানটিতে।

ভারত-সহ অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা ও জার্সি দেখা যায় ভিডিওতে। খোদ আতিফ আসলামও পা মেলান গানের ছন্দে। তিনি বলছেন, "আমি ক্রিকেটের খুব ভক্ত। ছোটবেলায় পেসার হতে চেয়েছিলাম। সমর্থকদের উল্লাস, চিৎকার, আনন্দধ্বনির সঙ্গে নিজেকে মিলিয়ে দেখি। ভারত-পাকিস্তান ম্যাচের জন্য মুখিয়ে আছি। এই ম্যাচে আবেগের বিস্ফোরণ দেখা যায়। চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সংয়ের সঙ্গে যুক্ত হতে পারে গর্বিত বোধ করছি।"

৮ বছর পর প্রত্যাবর্তন ঘটতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির। এবারের টুর্নামেন্টে খেলবে মোট ৮টি টিম। তবে শুধু পাকিস্তান নয়, হাইব্রিড মডেল মেনে ভারতের ম্যাচ হবে দুবাইয়ে। ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। ম্যাচটি হবে ২০ ফেব্রুয়ারি। আর ভারত-পাক মহারণ ২৩ ফেব্রুয়ারি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।
  • স্টেডিয়াম তৈরি নিয়ে গোলযোগ থাকলেও, প্রচারে কোনও ত্রুটি রাখছে না পাকিস্তান।
  • এবার প্রকাশ্যে এল চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং। যার নাম 'জিতো বাজি খেল কে'। আর গানটি গেয়েছেন আতিফ আসলাম।
Advertisement