সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা খারাপ যাচ্ছে রোহিত শর্মার। নিজে বিশ্রী ফর্মে। লাল বলের ক্রিকেটে তাঁর কেরিয়ার নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। ঘরোয়া ক্রিকেটে ফিরেও রান পাননি। এত দুঃসময়ের মধ্যেও সুসংবাদ পেলেন ভারতীয় দলের অধিনায়ক। আইসিসির বেছে নেওয়া টি-২০'র বর্ষসেরা দলে ঠাঁই পেলেন রোহিত। তাঁকেই ওই দলের অধিনায়ক করা হয়েছে। একা রোহিত নন, ভারত থেকে ওই দলে জায়গা পেয়েছেন মোট চারজন।
২০২৪ সালে রোহিত টি-টোয়েন্টি ক্রিকেটে ১১টি ম্যাচ খেলেছেন। করেছেন ৩৭৮ রান। যার মধ্যে একটি শতরান রয়েছে। গড় ৪২। স্ট্রাইক রেট ১২৬। আইসিসির বেছে নেওয়া টিমে ওপেন করবেন তিনিই। রোহিতের সঙ্গে ওপেন করবেন অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। তিন নম্বরে ব্যাটার হিসাবে রাখা হয়েছে ফিল সল্টকে। আইসিসির বর্ষসেরা দলে জায়গা পেয়েছেন বাবর আজম, নিকোলাস পুরান, সিকান্দার রাজারাও।
অলরাউন্ডার হিসাবে রাখা হয়েছে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়কত্ব করা হার্দিক পাণ্ডিয়াকে। ২০২৪ সালে ১৭ ম্যাচে হার্দিক ৩৫২ রান করেছেন। সেই সঙ্গে পেয়েছেন ১৬টি উইকেট। স্পিনার অলরাউন্ডার হিসাবে ওই দলে রয়েছেন রশিদ খান এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
পেস বোলার হিসাবে রাখা হয়েছে দুই ভারতীয়কে। বুমরাহ ২০২৪ সালে মাত্র ৮ ম্যাচ খেলে ১৫টি উইকেট তুললেও বিশ্বকাপে যেভাবে বিপক্ষের ত্রাস হয়ে উঠেছিলেন তিনি, সেটা এককথায় অনবদ্য। বিশ্বকাপের পারফরম্যান্সের জেরেই এই দলে সুযোগ পেলেন বুমরাহ। তাঁর বোলিং সঙ্গী হিসাবে সুযোগ পেয়েছেন অর্শদীপ সিং। ভারতীয় দলের বাঁহাতি পেসার ২০২৪ সালে ১৮ ম্যাচে ৩৬টি উইকেট পেয়েছেন। বিশ্বকাপেও নজরকাড়া পারফরম্যান্স করেন তিনি। অর্শদীপকেই বছরের সেরা টি-২০ ক্রিকেটার হিসাবে ঘোষণা করা হয়েছে।
আইসিসির বর্ষসেরা টি-২০ একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ট্র্যাভিস হেড, ফিল সল্ট, বাবর আজম, নিকোলাস পুরান, সিকান্দার রাজা, হার্দিক পাণ্ডিয়া, রশিদ খান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং