সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই আইপিএল নিলাম। তার আগেই প্রাক্তন অধিনায়ককে ট্রেড করতে চলেছে চেন্নাই সুপার কিংস। তার বদলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক যোগ দেবেন সিএসকে শিবিরে, এমনটাই শোনা যাচ্ছে সূত্র মারফত। সিএসকের তরফে যদিও বলা হয়েছে ট্রেডিং নিয়ে গুজবে কান না দিতে। তবে ক্রিকেটমহলে কান পাতলে শোনা যাচ্ছে, ট্রেডিংয়ের পথেই এগোচ্ছে সিএসকে।
জল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রবীন্দ্র জাদেজা। ২০১২ থেকে চেন্নাইয়ের হলুদ জার্সিতে খেলেছেন তিনি। ২০২২ সালে তাঁর হাতেই ইয়েলো আর্মির অধিনায়কত্বের ব্যাটন তুলে দেওয়া হয়। কিন্তু ২০২২ সালের আইপিএলের মাঝপথেই পদত্যাগ করেন অধিনায়কত্ব থেকে। সেসময়েও জল্পনা শোনা গিয়েছিল জাদেজাকে ছেড়ে দেবে চেন্নাই। কিন্তু ২০২৩ আইপিএল ফাইনালে কার্যত একা হাতে সিএসকে'কে জিতিয়ে দেন স্যর জাদেজা। দলবদলের গুঞ্জনেও সেখানেই ইতি।
কিন্তু এবার শোনা যাচ্ছে, নিজের প্রথম আইপিএল দলে ফিরতে চলেছেন জাড্ডু। তাঁকে দলে নিতে আগ্রহী রাজস্থান রয়্যালস। এই দলের হয়ে ২০০৮ সালে আইপিএল জিতেছেন জাড্ডু। ১৬ বছর পর আবারও পুরনো দলে দেখা যেতে পারে। সূত্রের খবর, সঞ্জু স্যামসনের সঙ্গে জাদেজাকে ট্রেড করতে চলেছে চেন্নাই। যেহেতু দুই ক্রিকেটারকেই গত আইপিএল নিলামের আগে ১৮ কোটি টাকায় রিটেন করা হয়েছিল, ফলে আর্থিকভাবেও কোনও দলের সমস্যা হবে না। আগামী এক সপ্তাহের মধ্যেই দলবদলের ছবিটা পরিষ্কার হয়ে যাবে বলে ক্রিকেটমহলের আশা।
উল্লেখ্য, গতবছর চোটের জন্য আইপিএলের প্রথম দিকের কয়েকটি ম্যাচে ছিলেন না সঞ্জু। সেই জায়গায় রাজস্থানের নেতৃত্ব সামলেছিলেন রিয়ান পরাগ। এমন নয় যে, রাহুল দ্রাবিড়ের দল তাতে সাফল্য পেয়েছিল। মাঝে ফের সঞ্জু ছিটকে যাওয়ায় নেতৃত্ব দেন রিয়ান। মেগা টুর্নামেন্ট শেষ হওয়ার পর থেকেই জল্পনা ছিল, রাজস্থান ছাড়তে চান সঞ্জু। চেন্নাই সুপার কিংসে যাওয়ার জন্য পা বাড়িয়ে রেখেছেন। অন্যদিকে সিএসকে'তেও একজন উইকেটকিপার-ব্যাটারের প্রয়োজন, যিনি মহেন্দ্র সিং ধোনির অভাব পূরণ করতে পারেন। শেষ পর্যন্ত দলবদলে কি হয়, অধীর আগ্রহে লক্ষ্য রাখছে ক্রিকেটমহল।
