shono
Advertisement
Yuzvendra Chahal

চাহালের নাম ভাঙিয়েই চলছে ধনশ্রীর সংসার! প্রাক্তন স্ত্রীকে খোঁচা ভারতীয় ক্রিকেটারের

আর কী বলেছেন ভারতীয় তারকা?
Published By: Prasenjit DuttaPosted: 08:42 PM Oct 08, 2025Updated: 08:42 PM Oct 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের দু’মাসের মধ্যে হাতেনাতে নাকি চাহালের পরকীয়া সম্পর্কে জানতে পারেন ধনশ্রী। আর তারপর থেকেই সম্পর্কের অবনতি। শেষমেশ বিবাহবিচ্ছেদও। এবার চাহালের পালটা দাবি, তিনি স্পোর্টসম্যান, কখনও বিশ্বাসঘাতকতা করেননি।

Advertisement

ভারতের তারকা স্পিনার বলছেন, "আমি একজন খেলোয়াড়। কখনও বিশ্বাসঘাতকতা করিনি। যদি দু'মাসের মধ্যে বিশ্বাসঘাতকতা করতাম, তাহলে কি সম্পর্ক এতদিন চলত? আমাদের বিয়ের সাড়ে চার বছর পর সম্পর্ক ভেঙেছে। আমার জন্য ওই অধ্যায় সমাপ্ত। আমি জীবনে অনেকটাই এগিয়ে গিয়েছি। আশা করি বাকিরাও সেটাই করবে।" তারপরই তাঁর খোঁচা, "কিন্তু অনেকেই এখনও সেই জায়গায় আটকে আছে। এখনও অনেকে অতীত আঁকড়ে পড়ে আছে। আজও তাদের সংসার আমার নাম ভাঙিয়ে চলে।"

সম্প্রতি এক সাক্ষাৎকারে ধনশ্রী বলেন, “বিয়ের দু’মাসের মাথায় হাতেনাতে ধরি ওর পরকীয়া। প্রথম বছরেই বুঝতে পারি সম্পর্ক আর রাখা যাবে না।” এর আগেও একাধিক জায়গায় চাহাল ও তাঁর বৈবাহিক জীবনের কথা বলতে শোনা গিয়েছে ধনশ্রীকে। তিনি বলেছিলেন, “আমরা দু’জনেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিই। তাই বেশি সময় লাগেনি ডিভোর্স পেতে। এই কারণে সাধারণ মানুষ খোরপোশের প্রসঙ্গে কথা বলেন। এটা ভুল। আমি কারওর কাছে কোনও ব্যাখ্যা দিতে চাই না। কারণ, আমার বাবা-মা ছোট থেকে শিখিয়েছেন যিনি তোমার কাছের মানুষ, তাঁকে ব্যাখ্যা দাও। অন্য কাউকে নয়।”

তবে চাহালের মন্তব্য থেকে পরিষ্কার, তিনি এই অতীতের এই সম্পর্ক নিয়ে কোনওরকম জলঘোলা হোক, সেটা চান না। চাহাল এখন ক্রিকেটে মন দিয়েছেন, সে কথাই জানিয়েছেন। তাঁর সঙ্গে আরজে মাহভাশের সম্পর্কের গুঞ্জন রয়েছে। তাছাড়াও জানা গিয়েছে, ই-গেমিং নিয়েও পরিকল্পনা রয়েছে ৩৫ বছরের ক্রিকেটারের। এই সংক্রান্ত একটি গানও প্রকাশিত হবে শীঘ্র। উল্লেখ্য, ২০২৫ সালে বিচ্ছেদ হলেও ২০২২-এর জুন থেকেই আলাদা থাকতেন তাঁরা। বিচ্ছেদের পর খোরপোশ বাবদ ৪.৭৫ কোটি টাকা পান ধনশ্রী। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিয়ের দু’মাসের মধ্যে হাতেনাতে নাকি চাহালের পরকীয়া সম্পর্কে জানতে পারেন ধনশ্রী।
  • আর তারপর থেকেই সম্পর্কের অবনতি। শেষমেশ বিবাহবিচ্ছেদও।
  • এবার চাহালের পালটা দাবি, তিনি স্পোর্টসম্যান, কখনও বিশ্বাসঘাতকতা করেননি।
Advertisement