shono
Advertisement
Dhruv Jurel

দুই ইনিংসেই সেঞ্চুরি, টিম ম্যানেজমেন্টের চাপ বাড়ালেন ধ্রুব জুরেল

দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
Published By: Prasenjit DuttaPosted: 08:54 PM Nov 08, 2025Updated: 08:55 PM Nov 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে টিম ম্যানেজমেন্টের উপর চাপ বাড়ালেন উইকেটরক্ষক-ব্যাটার ধ্রুব জুরেল। দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টে টানা দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন তিনি। অন্যদিকে, চোট পাওয়ার পর ব্যাট করতে নেমে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন ঋষভ পন্থ।

Advertisement

প্রথম ইনিংসে চাপের মুখে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন জুরেল। একটা সময় ১২৬ রানে ৭ উইকেট খুইয়ে বিপদে পড়ে গিয়েছিল ভারতীয় 'এ' দল। কেএল রাহুল থেকে শুরু করে পন্থ সকলেই ব্যর্থ হন। সেখানে কথা বলেছিল জুরেলের ব্যাট। ১৭৫ বলে অপরাজিত ১৩২ রান করেছিলেন তিনি। ভারত প্রথম ইনিংসে তোলে ২৫৫ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা শেষ হয়ে যায় ২২১ রানে। মূল দল থেকে বাদ পড়া প্রসিদ্ধ কৃষ্ণ পান ৩ উইকেট। সিরাজ ও আকাশ দীপ নেন দু'টি করে উইকেট।

দ্বিতীয় ইনিংসেও অনবদ্য জুরেল। করেন ১২৭ রানে। এই ইনিংসেও তাঁকে আউট করা যায়নি। চোট পাওয়ার পরেও ব্যাট করতে নেমে ৫৪ বলে ৬৫ রানের মারকুটে ইনিংস খেলেন পন্থ। ৭ উইকেটে ৩৮২ রানে ডিক্লেয়ার করে ভারত। ৪১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের রান বিনা উইকেটে ২৫।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন পন্থ। সেই কারণে ধ্রুব জুরেল প্রথম একাদশে জায়গা পাবেন কি না, তা নিশ্চিত নয়। পন্থ না থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু'টি টেস্টেই খেলেছিলেন তিনি। কিন্তু আপাতত জুরেলের যা ফর্ম, তাতে তাঁকে সহজে বাদ দেওয়া যাবে না। ভারতীয় টিম ম্যানেজমেন্ট দুই তারকাকেই প্রথম এগারোয় সুযোগ দেবেন নাকি কোনও অপ্রিয় সিদ্ধান্ত নেবেন? জানা যাবে আর ক'টা দিন পর। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু ১৪ নভেম্বর থেকে, ইডেন গার্ডেন্সে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে টিম ম্যানেজমেন্টের উপর চাপ বাড়ালেন উইকেটরক্ষক-ব্যাটার ধ্রুব জুরেল।
  • দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টে টানা দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন তিনি।
  • অন্যদিকে, চোট পাওয়ার পর ব্যাট করতে নেমে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন ঋষভ পন্থ।
Advertisement