shono
Advertisement
Dhruv Jurel

একাধিক ক্রিকেটারের ভূমিকায় অসন্তুষ্ট গম্ভীর! টেস্ট দল নিয়ে কী ভাবছেন টিম ইন্ডিয়ার হেড কোচ?

কাদের ভূমিকা আতস কাচের তলায়?
Published By: Subhajit MandalPosted: 01:31 PM Nov 09, 2025Updated: 01:33 PM Nov 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামছে ভারত। শেষবার ভারতের মাটিতে ভারত টেস্ট খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। টিম ইন্ডিয়া ইডেনে ফের সেই ম্যাচের কম্বিনেশনে ফিরতে চলেছেন। শোনা যাচ্ছে, ইংল্যান্ড সিরিজের পর থেকে টেস্টে ভালো করলেও দলের একাধিক ক্রিকেটারের ভূমিকায় অসন্তুষ্ট হেডকোচ। তাঁদের বাদ না দেওয়া হলেও পরোক্ষে বার্তা দিতে পারেন গম্ভীর। আবার এ দলের হয়ে ভালো খেলার পুরস্কার পেতে পারেন ধ্রুব জুরেল।

Advertisement

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে রান করছেন ধ্রুব জুরেল। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টেও জোড়া সেঞ্চুরি পেয়ছেন তিনি। শোনা যাচ্ছে, ইডেন টেস্টে জুরেলের দলে থাকা নিশ্চিত। তবে উইকেটরক্ষক হিসাবে নয়। জুরেল উইকেটের পিছনে অতীতে ভরসা দিয়েছেন। ব্যাট হাতেও ভালো ফর্মে। তবে তাঁকে দলে নেওয়া হবে ব্যাটার হিসাবে। চোট সারিয়ে ইডেন টেস্টে ফিরবেন তিনিই উইকেটরক্ষক হিসাবে খেলবেন। তবে শোনা যাচ্ছে, পন্থের ব্যাটিংয়ে বিশেষ সন্তুষ্ট নন গম্ভীর। তিনি রান পেলেও মাঝে মাঝে দায়িত্বজ্ঞানহীন শট খেলছেন। ফলে টিম বিপদে পড়ছে। তাই জুরেলকে নিয়ে পন্থকে বার্তা দিতে চান টিম ইন্ডিয়ার হেডকোচ।

এর বাইরে নীতীশ রেড্ডির ব্যাটিং নিয়েও বিশেষ সন্তুষ্ট নয় দল। সেকারণেই তাঁকে ইডেন টেস্টে বসানো হতে পারে। তাঁর জায়গাতেই খেলবেন জুরেল। গম্ভীর মনে করছেন, নীতীশ যা ব্যাট করছেন, তাতে ৬ নম্বরে তাঁকে খেলানো যাবে না। তাছাড়া ভারতে তাঁর পেস বোলিং বিশেষ কাজে লাগবে না। সে কারণে তাঁকেও বাদ পড়তে হবে। এছাড়া দলে এক স্পিনার ও দুই স্পিন বোলিং অলরাউন্ডার খেলবেন। থাকবেন দুই পেসারও।

এই সিরিজের কথা মাথায় রেখে রবিবার থেকেই কলকাতা চলে আসছেন জাতীয় দলের একাধিক সদস্য। যার মধ্যে অধিনায়ক শুভমান গিল ছাড়াও রয়েছেন বুমরাহ, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। চারজনই বর্তমানে ব্রিসবেনে রয়েছেন টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য। শনিবার সিরিজের শেষ ম্যাচ ছিল। সেই ম্যাচ শেষে রবিবার সরাসরি অস্ট্রেলিয়া থেকে কলকাতায় আসছেন গিল সহ চার ক্রিকেটার। সঙ্গে আসছেন জাতীয় কোচ গৌতম গম্ভীরও। অবশ্য শুধু ভারতীয় দল নয়, প্রোটিয়া শিবিরের একটা বড় অংশ কলকাতা চলে আসছে রবিবার সন্ধ্যায়। দু'দলের স্কোয়াডে থাকা একাধিক সদস্য বর্তমানে রয়েছেন বেঙ্গালুরুতে। নিজ নিজ দেশের 'এ' দলের হয়ে দ্বিতীয় বেসরকারি টেস্ট খেলছেন ঋষভ পন্থ, তেম্বা বাভুমারা। সেই ম্যাচ শেষে তাঁরা আসবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শেষবার ভারতের মাটিতে ভারত টেস্ট খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
  • টিম ইন্ডিয়া ইডেনে ফের সেই ম্যাচের কম্বিনেশনে ফিরতে চলেছেন।
  • শোনা যাচ্ছে, ইংল্যান্ড সিরিজের পর থেকে টেস্টে ভালো করলেও দলের একাধিক ক্রিকেটারের ভূমিকায় অসন্তুষ্ট কোচ গম্ভীর।
Advertisement