shono
Advertisement

Breaking News

Eden Gardens

ইডেনের পিচ নিয়ে চর্চা অব্যাহত, সুজনের সঙ্গে কথা গম্ভীরের, কী বললেন সহকারী কোচ?

সাংবাদিক সম্মেলনে কী বলেছেন দুশখাতে?
Published By: Prasenjit DuttaPosted: 04:02 PM Nov 12, 2025Updated: 04:03 PM Nov 12, 2025

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: দেখতে গেলে প্রায় ছ'বছর পর টেস্ট ক্রিকেট ফিরছে ইডেনে। ফিরছে চির-আলোচিত গোলাপি টেস্টের পর (যা ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম পিঙ্ক বল টেস্ট ছিল), ফিরছে শীতের নভেম্বরে। সেখানকার পিচ কেমন, তা নিয়ে চর্চা অব্যাহত। প্রথম টেস্ট শুরুর দু'দিন আগেও পিচ দেখতে গেলেন গৌতম গম্ভীর। সঙ্গে ছিলেন কোচিং স্টাফেরাও। সেখানে ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে কথাও বলতে দেখা গেল টিম ইন্ডিয়ার হেডকোচকে। এদিকে ইডেনের পিচ দেখে কী মনে হয়েছে, সেকথা জানিয়েছেন কোচ রায়ান টেন দুশখাতে। 

Advertisement

সাংবাদিক সম্মেলনে ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেন, "মনে তো হচ্ছে টেস্টের জন্য ভালো একটা উইকেট। তবে শুরুর দিকে পেসাররা সাহায্য পেলেও পরের দিকে স্পিনাররা সাহায্য পাবে। প্রথম কয়েকদিন ব্যাটাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। তাই যে সময়টা উইকেট সহজ থাকবে, সেই সময় রান করতে হবে। তাছাড়াও দুই দলেই মানসম্পন্ন পেসাররাও রয়েছেন।"

দুশখাতে আরও জানান, পরে স্পিনাররাই ‘খেল’ দেখাবেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার হাতেও কেশব মহারাজ, সেনুরান মুত্থুস্বামী ও সিমন হারমারের মতো স্পিনার আছেন। এঁদের মধ্যে প্রথম দু'জন বাঁহাতি। যাঁরা সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধেও ভালো পারফর্ম করেছেন। সেটা মাথায় রয়েছে টিম ইন্ডিয়ার। অন্যদিকে, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর, ঘূর্ণির শক্তি নিয়েই শুক্রবার ইডেনে নামতে চলেছে টিম ইন্ডিয়া।

দুশখাতের সংযোজন, "ম্যাচ যত গড়াবে স্পিনাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। স্পিনার অলরাউন্ডাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আমাদের দলে এমন অনেক অলরাউন্ডার আছে, যারা কেবল ব্যাটার নয়, বোলার হিসাবেও ভূমিকা নিতে পারে।" এদিকে মঙ্গলবার ইডেনের পিচ নিয়ে সুজন জানিয়েছিলেন, পিচে গতি থাকলেও প্রথম দিন থেকেই অল্প অল্প করে টার্ন করবে। ইডেনে যে বিশ্বকাপ সেমিফাইনাল খেলা হয়েছিল, সেখানেও ঘূর্ণি ছিল পিচে। এই পিচেও থাকবে। তাঁর মতে, "ভারত যা চায়, সেটা ইডেনের পিচে থাকবে।" প্রসঙ্গত, মঙ্গলবার একাধিকবার ইডেনের পিচের উপর প্রায় হুমড়ি খেয়ে পড়েছিলেন গম্ভীর, শুভমানরা। বুধেও তার ব্যতিক্রম হল না। দফায় দফায় ইডেনের কিউরেটেরের সঙ্গে কথা হল টিম ইন্ডিয়ার হেডস্যরের। এদিকে, নিরাপত্তা বাড়াতে ফেন্সিং বাড়ানো হয়েছে ইডেনে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পিচ কেমন, তা নিয়ে চর্চা অব্যাহত।
  • প্রথম টেস্ট শুরুর দু'দিন আগেও পিচ দেখতে গেলেন গৌতম গম্ভীর।
  • সঙ্গে ছিলেন কোচিং স্টাফেরাও।
Advertisement