সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবীন্দ্র জাদেজা যে টেস্ট ক্রিকেটে সর্বকালের সেরা অলরাউন্ডারদের অন্যতম, এবার সেটা সম্ভবত সরকারিভাবে স্বীকৃত হয়ে গেল। অনবদ্য মাইলফলক ছুঁয়ে কপিলদেব, ইয়ান বোথামদের পাশে নাম লিখিয়ে ফেললেন ভারতীয় ক্রিকেটের 'স্যর'। চতুর্থ ক্রিকেটার হিসাবে টেস্টে একই সঙ্গে চার হাজার রান ও ৩০০ উইকেটের মালিক হলেন জাদেজা।
টেস্টে জাদেজার উইকেটসংখ্যা ৩৩৮। শনিবার ইডেনে ৪ হাজার রানের মাইলফলকও ছুঁয়ে ফেলেছেন তিনি। মাত্র ৩ জন অলরাউন্ডারের এই রেকর্ড আছে। টেস্ট ইয়ান বোথামের রান ও উইকেট যথাক্রমে ৫২০০ ও ৩৮৩। কপিলদেবের রানসংখ্যা ৫২৪৮, উইকেট সংখ্যা ৪৩৪। ডানিয়েল ভেত্তোরির উইকেট সংখ্যা ৩৬২, সঙ্গে ৪৫৩১ রানও করেছেন তিনি। তারপরই রবীন্দ্র জাদেজার ৪ হাজার রান ও ৩৩৮ উইকেট। এই কীর্তি তিনি গড়লেন দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে। জাদেজা ৮৭ টেস্টে এই মাইলফলক ছুঁলেন। বোথাম এই কীর্তি গড়েছিলেন ৭২ ইনিংসে। তারপরই জাদেজার নাম।
এদিকে জাদেজার রেকর্ডের দিনই ইডেনের ঘূর্ণিতে চাপে পড়তে হচ্ছে টিম ইন্ডিয়াকে। দ্বিতীয় দিনের শুরুটা ধৈর্য ধরেই করেছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার ওয়াশিংটন সুন্দর ও কে এল রাহুল। কিন্তু প্রোটিয়া পেসারদের প্রাথমিক দাপট সামলে ঠিক যখন মনে হচ্ছিল বড় পার্টনারশিপ গড়বেন তাঁরা, তখনই হার্মারের মারণ ঘূর্ণির শিকার হলেন সুন্দর। প্রথমবার ৩ নম্বরে ব্যাট করতে এসে ৮২ বলে ২৯ করলেন ওই অলরাউন্ডার। ইডেনের ঘূর্ণি পিচে যা একেবারে ফেলনা নয়। তবে ভারত বড় ধাক্কাটি খেল সুন্দর প্যাভিলিয়নে ফেরার পর। ভালো ফর্মে থাকা অধিনায়ক শুভমান গিল নেমে মোটে ৩ বল খেলেই চোট নিয়ে মাঠ ছাড়লেন।
গিলের বদলে ব্যাট করতে নেমে সহ-অধিনায়ক ঋষভ পন্থ অবশ্য স্বমহিমাতেই খেলছিলেন। । কেশব মহারাজকে গগনচুম্বি ছক্কা হাঁকিয়ে নতুন রেকর্ডও গড়েছেন তিনি। ভারতীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ছক্কার মালিক এখনও পন্থই। টেস্টে তাঁর ছক্কার সংখ্যা ৯১। আগে এই রেকর্ড ছিল শেহওয়াগের দখলে। তবে বড় ইনিংস পন্থও খেলতে পারেননি। পন্থ আউট হয়েছেন ২৯ রানে। অন্যদিকে লড়াকু ইনিংসের পর রাহুলকে ফিরিয়েছেন কেশব মহারাজ। মধ্যাহ্নভোজন পর্যন্ত ভারতের স্কোর ৪ উইকেটে ১৩৮। টিম ইন্ডিয়া এখনও পিছিয়ে ২১ রানে। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন জাদেজা এবং ধ্রুব জুরেল।
