shono
Advertisement
Sanju Samson

'আমার ছেলেটা নিরাপদ নয়', ষড়যন্ত্রের 'গন্ধ' পাচ্ছেন সঞ্জু স্যামসনের বাবা!

সমস্ত দায় সঞ্জুর উপরে চাপানো হবে, আশঙ্কায় তারকা ক্রিকেটারের বাবা।
Published By: Anwesha AdhikaryPosted: 08:37 PM Jan 22, 2025Updated: 08:38 PM Jan 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলে নাকি নিরাপদ নন সঞ্জু স্যামসন! বিস্ফোরক দাবি করলেন তারকা ক্রিকেটারের বাবা। তাঁর কথায়, সঞ্জুর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তিনি যেন কেরল ছেড়ে চলে যান, সেজন্য উঠেপড়ে লেগেছে কয়েকজন। কার্যত একঘরে করে দেওয়া হচ্ছে সঞ্জুকে। উল্লেখ্য, মঙ্গলবারই কেরলের ক্রিকেট সংস্থাকে তোপ দেগে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সঞ্জুর বাবা।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। তাঁর বদলে দুই উইকেটরক্ষক হিসাবে জায়গা পেয়েছেন ঋষভ পন্থ এবং কেএল রাহুল। অথচ সঞ্জু স্যামসন সাদা বলের ক্রিকেটে ভালো ফর্মে ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তাহলে কেন বাদ দেওয়া হল সঞ্জুকে? একটা মহলের ব্যাখ্যা বোর্ডের নির্দেশ মেনে বিজয় হাজারে ট্রফিতে না খেলার কারণেই সঞ্জুর কথা ভাবেননি নির্বাচকরা।

সঞ্জু কেন বিজয় হাজারে খেললেন না তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। সঞ্জুর শিবিরের দাবি, তিনি ঘরোয়া ক্রিকেটের ওই টুর্নামেন্ট খেলতে চেয়েছিলেন। কিন্তু বিজয় হাজারের আগে রাজ্য দলের অনুশীলন শিবিরে অংশ নিতে পারবেন না বলে কেরল ক্রিকেট সংস্থাকে জানিয়েছিলেন। সেকারণে তাঁকে আর দলেই রাখা হয়নি। অন্যদিকে কেরল ক্রিকেট সংস্থার কর্তা জয়েশ জর্জ আবার উলটো কথা বলছেন। তাঁর বক্তব্য, “সঞ্জু বিজয় হজারেতে যা করছে সেটা ঠিক নয়। এক লাইনের বার্তা পাঠিয়ে জানিয়েছে ও খেলতে পারবে না।” সঞ্জুর বাদ পড়ার নেপথ্যে তাঁর নিজের অবাধ্যতাকেই দায়ী করছেন রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা।

এহেন পরিস্থিতিতে কেরল ক্রিকেট সংস্থাকে তোপ দেগেছিলেন সঞ্জুর বাবা বিশ্বনাথন। তিনি সাফ জানালেন, "মাসছয়েক আগে জানতে পারি, সঞ্জুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কেরল ক্রিকেট সংস্থা। আমার ছেলেটা কেরলে মোটেই নিরাপদ নয়। ওরা সমস্ত দায় সঞ্জুর উপরে চাপাবে, আর লোকেও সেটাই বিশ্বাস করবে। কেসিএ খুবই শক্তিশালী সংস্থা, আর আমরা তার সামনে দুর্বল। নিজের জীবনের ৩০টা বছর ক্রিকেটকে দিয়েছে সঞ্জু, বদলে এখন একঘরে করে দেওয়া হয়েছে ওকে।" বিশ্বনাথনের আশা, এবার কেরল ছেড়ে অন্য কোনও রাজ্যে চলে যান সঞ্জু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। তাঁর বদলে দুই উইকেটরক্ষক হিসাবে জায়গা পেয়েছেন ঋষভ পন্থ এবং কেএল রাহুল।
  • সঞ্জুর শিবিরের দাবি, তিনি ঘরোয়া ক্রিকেটের ওই টুর্নামেন্ট খেলতে চেয়েছিলেন। কিন্তু বিজয় হাজারের আগে রাজ্য দলের অনুশীলন শিবিরে অংশ নিতে পারবেন না বলে কেরল ক্রিকেট সংস্থাকে জানিয়েছিলেন।
  • কেসিএ খুবই শক্তিশালী সংস্থা, আর আমরা তার সামনে দুর্বল। নিজের জীবনের ৩০টা বছর ক্রিকেটকে দিয়েছে সঞ্জু, বদলে এখন একঘরে করে দেওয়া হয়েছে ওকে।
Advertisement