সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যুর মুখ থেকে ফিরে আসার কাহিনি শোনালেন ভারতের মহিলা দলের প্রাক্তন কোচ ডব্লিউভি রামন। সোশাল মিডিয়ায় তিনি গত মঙ্গলবারের দুর্বিষহ অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। এখন তিনি অনেকটাই সুস্থ। কিন্তু মৃত্যুকে খুব কাছ থেকে দেখায় রীতিমতো আতঙ্কিত তিনি।
২০১৮ থেকে তিনি ভারতের মহিলা দলের কোচ হয়েছিলেন। এছাড়াও আইপিএলের বিভিন্ন দলের সঙ্গেও নানা সময়ে যুক্ত ছিলেন রামন। নাইট রাইডার্সের ব্যাটিং কোচও ছিলেন। বাংলা ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শদাতাও হয়েছিলেন। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'গত মঙ্গলবার আমার আচমকা ভাইরাল ইনফেকশন হয়। আমার ডাক্তার কিছু ওষুধ খেতে বলেন। এক ঘণ্টা পর সেগুলো খাই। কিন্তু ঘণ্টা দুয়েক পরে বুঝতে পারি, শরীরের বিভিন্ন অংশ ফুলে গিয়েছে। সারা শরীরে সেগুলো ছড়িয়ে পড়ে। ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন দ্রুত হাসপাতলে গিয়ে অ্যালার্জির ইনজেকশন নিতে। আর কিছুক্ষণ দেরি করলে হয়তো আমার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসত।'
তাঁর বাড়ি থেকে হাসপাতাল ৩ কিলোমিটার দূরে। সেই পথ পাড়ি দেওয়ার সময় বুঝতে পারেন শরীরে প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। বুকে ব্যথাও শুরু হয়। সেই অবস্থাতেই কোনও রকমে হাসপাতালে পৌঁছন। দ্রুত চিকিৎসা শুরু হলেও কষ্ট কমছিল না। তিনি লিখেছেন, 'আমি ডাক্তারকে বলি যন্ত্রণা কমছে না। শরীরের অবস্থা আরও খারাপ হতে থাকে। ৪৫-৬০ সেকেন্ডের জন্য যেন মৃত্যর সঙ্গে দেখা হয়েছিল। কয়েক মিনিটের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিলাম।'
তবে ডাক্তারদের তৎপরতায় বড়সড় কোনও বিপদ ঘটেনি। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য চেন্নাইয়ের হাসপাতালের ডাক্তারদের ধন্যবাদও জানিয়েছেন তিনি। পরদিনই সুস্থ হয়ে মহিলাদের ভারত বনাম আয়ারল্যান্ড সিরিজের জন্য রওনা দেন। তবে এই ঘটনার পর সবার জন্য তাঁর বার্তা, 'মৃত্যু আর জীবনের পার্থক্য কয়েক সেকেন্ডের। শরীর সম্বন্ধে সচেতন হন। কোনও রকম ইঙ্গিতকে হেলাফেলা করবেন না। সেই সঙ্গে ভাগ্য আর ঈশ্বরের আশীর্বাদ যেন সবার সঙ্গে থাকে।'