স্টাফ রিপোর্টার: ইডেনে হারের পর গোটা দলকে বকাবকি করলেন হেডকোচ গৌতম গম্ভীর! শোনা যাচ্ছে, সটান ব্যাটারদের দিকেই আঙুল তোলেন তিনি। আর অন্যদিকে ইডেনের ড্রেসিংরুমেই উৎসবে মাতোয়ারা দক্ষিণ আফ্রিকা। শ্যাম্পেনের বোতল খোলা, অধিনায়ক টেম্বা বাভুমার বিশেষ বার্তা-সব মিলিয়ে প্রোটিয়া ড্রেসিংরুম যেন সুখী পরিবার। এখন গুয়াহাটিতে জিতে সিরিজ পকেটে পোরার রণকৌশল বানাচ্ছেন মার্কো জানসেনরা।
রবিবার খেলা শেষে বেশ কিছু সমর্থক টিমকে চিয়ার করছিলেন বটে। কিন্তু ক্রিকেটারদের কেউ সেদিকে তাকালেন পর্যন্ত না! সবার মুখ একেবারে থমথমে। একেবারে শ্মশানের নিঃস্তব্ধতা। কেউ কারও সঙ্গে খুব একটা কথা বলছেন না! ইডেনে পৌনে তিন দিনে টেস্ট হার পুরো টিমকে যেন বিষণ্ণতার সাগরে ডুবিয়ে দিয়েছে। শোনা গেল, ম্যাচের পর গম্ভীর নাকি বেশ 'বকাঝকা' করেন। এটাও শোনা গেল, তিনি নাকি বলে দেন এটা টেস্ট ক্রিকেটের ব্যাটিং নয়। টেস্ট ক্রিকেটে ব্যাট করতে গেলে অনেক বেশি ধৈর্য্যের প্রয়োজন হয়। অনেক বেশি মানসিক কাঠিন্যের দরকার হয়। ইডেনে রবিবার যা তাঁর টিম দেখাতে পারেনি।
ভারতীয় ড্রেসিংরুমে যখন শুধুই নিঃস্তব্ধতা, শুধুই বিষণ্ণতা, তখন দক্ষিণ আফ্রিকা শিবিরে উৎসব। খবর নিয়ে জানা গেল, টেস্ট জয়ের পরই ইডেনে শ্যাম্পেনের বোতল খোলে টেম্বা বাভুমার টিম। তারপর প্রায় আধঘণ্টা ধরে উৎসব চলে। পাকিস্তান সিরিজ থেকেই ভারতীয় টিমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তারা জানত এখানে তাদের কী ধরণের উইকেটে খেলতে হবে। শোনা গেল, সেই পরিকল্পনা তখন থেকেই শুরু হয়ে যায়। নিজেদের মধ্যে প্ল্যানিং চলতে থাকে। দক্ষিণ আফ্রিকা শিবিরে এটাও বলাবলি চলছে, ভারত নিজেদের জালে নিজেরাই আটকে গিয়েছে।
এটাও শোনা গেল, গুয়াহাটির পিচও একইরকম হবে, সেটা ধরেই নিয়েছেন বাভুমারা। সেই সঙ্গে তিন স্পিনার খেলানোর ভাবনা-চিন্তাও শুরু হয়ে গিয়েছে প্রোটিয়া শিবিরে। ইডেনের জয় প্রচণ্ড তৃপ্তি দিয়েছে বাভুমাকে। ড্রেসিংরুমে পুরো টিমের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। যে বক্তব্য আরও তাতিয়ে দিয়েছে পুরো টিমকে। বাভুমা বলেন, "তোমরা যেভাবে খেলেছ, তার জন্য আমি গর্বিত। পুরো দেশ গর্বিত। গুয়াহাটিতে পরিস্থিতি যাই-হোক না কেন, তোমরা খোলা মনে খেলো। মনে রেখো এখান থেকে আমরা আর সিরিজ হারব না। এখন পুরো চাপটা থাকবে ভারতের উপর। আমাদের সামনে ভারত থেকে সিরিজ জিতে ফেরার সুযোগ রয়েছে। সেটা আমাদের কাজে লাগাতে হবে।" তাহলে কি আবারও স্পিন মন্ত্রে ভর করে বাজিমাত করবে প্রোটিয়ারা?
