shono
Advertisement

Breaking News

Gautam Gambhir

ক্রিকেটাররা সব উচ্ছৃঙ্খল! গম্ভীরের 'বজ্র আঁটুনি'র নিদানেই কোপ অনুষ্কা-আথিয়াদের বিদেশ সফরে?

দেড় মাসের অস্ট্রেলিয়া সফরে মাত্র একবার টিম ডিনার হয়েছিল।
Published By: Anwesha AdhikaryPosted: 02:56 PM Jan 16, 2025Updated: 04:01 PM Jan 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটাররা ভীষণ উচ্ছৃঙ্খল। সেজন্যই ভারতীয় দলে 'বজ্র আঁটুনি' চালু করার পক্ষে সওয়াল করেছেন হেডস্যর গৌতম গম্ভীর। তাঁর সুপারিশ মেনেই ক্রিকেটারদের পরিবারের বিদেশ সফরে কাঁচি চালিয়েছে বিসিসিআই। সূত্রের খবর, বিদেশ সফরে স্ত্রীদের নিয়ে যাওয়ার বিষয়ে কড়া অবস্থান নিতে চলেছে বোর্ড। তার নেপথ্যে রয়েছে 'গুরু' গম্ভীরের বিস্ফোরক অভিযোগ।

Advertisement

বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের হতশ্রী পারফরম্যান্সের পর রিভিউ মিটিং ডেকেছিল বোর্ড। সেখানে নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গে হাজির ছিলেন গম্ভীর। জাতীয় দলের এক সিনিয়র তারকাকেও সেই বৈঠকে ডাকা হয়েছিল। সেখানেই গোটা ভারতীয় দল সম্পর্কে বিস্ফোরক দাবি করেন গম্ভীর। স্পষ্ট জানিয়ে দেন, বর্তমানে ভারতীয় দলে যেসমস্ত ক্রিকেটাররা রয়েছেন তাঁরা অত্যন্ত উচ্ছৃঙ্খল। সেজন্যই তাঁদের জন্য কড়া নিয়মের প্রয়োজন।

গম্ভীরের এমন সুপারিশের পরেই একগুচ্ছ কড়া নিয়ম আনার পথে হাঁটছে বোর্ড, খবর সূত্রের। কোভিড অতিমারীর আগে যেরকম নিয়ম ছিল, সেগুলোই আবার ফিরিয়ে আনতে চাইছে বিসিসিআই। অর্থাৎ বিদেশ সফরে দুসপ্তাহের বেশি থাকতে পারবেন না ক্রিকেটারদের স্ত্রীরা। আরও শোনা গিয়েছে, দেড় মাসের অস্ট্রেলিয়া সফরে মাত্র একবার টিম ডিনার হয়েছিল। তাছাড়া ক্রিকেটাররা নিজেদের মতো দল বেঁধে এদিক-ওদিক বেরিয়ে পড়তেন। সেটাও একেবারেই পছন্দ হয়নি ভারতীয় দলের কোচের।

উল্লেখ্য, বোর্ডের তরফে নাকি একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে। যদি ৪৫ দিনের বিদেশ সফর থাকে, তাহলে স্ত্রীরা মাত্র দুসপ্তাহ থাকতে পারবেন ক্রিকেটারদের সঙ্গে। তার বেশি থাকার ছাড়পত্র পাওয়া যাবে না। এখানেই শেষ নয়। এখন থেকে শুধুমাত্র টিম বাসেই যাতায়াত করবেন ক্রিকেটাররা। আলাদা করে যাওয়ার স্বাধীনতা থাকবে না। দলের সবার সঙ্গে যাতায়াত করতে হবে। পাশাপাশি ভারতীয় কোচের ম্যানেজার গৌরব অরোরা এখন থেকে টিম হোটেলে থাকতে পারবেন না, স্টেডিয়ামের ভিআইপি বক্সেও বসতে পারবেন না। এমনকী দলের বাসের সঙ্গেও যেতে পারবেন না তিনি। তবে এখনও বোর্ডের তরফে সরকারিভাবে কিছুই জানানো হয়নি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের হতশ্রী পারফরম্যান্সের পর রিভিউ মিটিং ডেকেছিল বোর্ড।
  • গম্ভীরের এমন সুপারিশের পরেই একগুচ্ছ কড়া নিয়ম আনার পথে হাঁটছে বোর্ড, খবর সূত্রের।
  • যদি ৪৫ দিনের বিদেশ সফর থাকে, তাহলে স্ত্রীরা মাত্র দুসপ্তাহ থাকতে পারবেন ক্রিকেটারদের সঙ্গে।
Advertisement