shono
Advertisement
Gautam Gambhir

'বোর্ড মিটিংয়ের কথা কীভাবে ফাঁস?' গম্ভীরকে প্রশ্ন ছুড়ে 'চ্যাপেল জমানা'র আতঙ্কে হরভজন

শোনা যাচ্ছে, এক ক্রিকেটার ড্রেসিংরুমের কথা ফাঁস করেছেন বলে রিপোর্ট জমা করেছেন গম্ভীর। তার পালটা দিলেন হরভজন।
Published By: Arpan DasPosted: 08:06 PM Jan 17, 2025Updated: 08:06 PM Jan 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার গাভাসকর ট্রফি থেকে ফেরার পর ভারতীয় ক্রিকেট একের পর এক বিতর্কে বিদ্ধ হচ্ছে। এমনকী অস্ট্রেলিয়ায় ড্রেসিংরুমে কী কথা হয়েছে, তাও প্রকাশ্যে চলে এসেছে। একজন ক্রিকেটারের নাম নিয়ে রিপোর্টও জমা করেছেন কোচ গম্ভীর। কিন্তু হরভজন সিংয়ের পালটা প্রশ্ন, তাহলে বোর্ডের মিটিংয়ের কথাবার্তা কীভাবে ফাঁস হয়ে যাচ্ছে?

Advertisement

অজি সফর থেকে ফেরার পর কোচ, অধিনায়কের সঙ্গে মিটিংয়ে বসে বোর্ড। শোনা যাচ্ছে, সেখানে গম্ভীর জানিয়েছেন সরফরাজ খান দলের অন্দরমহলের সমস্ত খবর বাইরের প্রচারমাধ্যমে ফাঁস করে দিচ্ছেন। কিন্তু গম্ভীর যে তাঁর নাম জানিয়েছেন, সেটাই বা প্রকাশ্যে এল কীভাবে? সেই বিষয়ে হরভজন সিং বলছেন, "মাঠে হার-জিত থাকে, কিন্তু ড্রেসিংরুমের কথা বাইরে আসা উচিত নয়। কোচ যদি সরফরাজকে এর জন্য দায়ী করে, তাহলে বলব সরফরাজ কাজটা ঠিক করেনি।"

তারপরই ভাজ্জির মন্তব্য, "যদি সরফরাজ এই কাজটা করে থাকে, তাহলে কোচ হিসেবে ওর সঙ্গে কথা বলা উচিত ছিল। ও তরুণ, ওকেও বিষয়টা বোঝানো দরকার। গম্ভীর যেহেতু নতুন দায়িত্ব পেয়েছে, ওকে সময় দেওয়া উচিত। তেমনই নতুন সিস্টেমে মানিয়ে নেওয়ার জন্য সরফরাজকেও সুযোগ দেওয়া দরকার।"

তারপরই হরভজনের তোপ, "কথা বলে সমস্যা মেটাও। গত কয়েক মাসে প্লেয়ার ও কোচেদের মধ্যে কোনও তালমিল নেই বোঝা যাচ্ছে। যা দেখে আমার ২০০৫-০৬ সালে গ্রেগ চ্যাপেল জমানার কথা মনে পড়ছে।" সেই সঙ্গে প্রাক্তন স্পিনারের প্রশ্ন, কীভাবে বিসিসিআইয়ের মিটিংয়ের সব কথা সামনে আসছে? তাঁর বক্তব্য, "কে এই কাজটা করছে এবং কেন করছে? নিজের পরিবারের সদস্যদের নিয়ে সবার সামনে খারাপ কথা বলা উচিত নয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্ডার গাভসকর ট্রফি থেকে ফেরার পর ভারতীয় ক্রিকেট একের পর এক বিতর্কে বিদ্ধ হচ্ছে।
  • এমনকী অস্ট্রেলিয়ায় ড্রেসিংরুমে কী কথা হয়েছে, তাও প্রকাশ্যে চলে এসেছে। একজন ক্রিকেটারের নাম নিয়ে রিপোর্টও জমা করেছেন কোচ গম্ভীর।
  • কিন্তু হরভজন সিংয়ের পালটা প্রশ্ন, তাহলে বোর্ডের মিটিংয়ের কথাবার্তা কীভাবে ফাঁস হয়ে যাচ্ছে?
Advertisement