সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন প্রেমিকার সঙ্গে একাধিকবার হার্দিক পাণ্ডিয়ার রোম্যান্সে মশগুল ছবি ভাইরাল হয়েছে। জনসমক্ষে মাহিকা শর্মার সঙ্গে ছবি শেয়ার করতে বিন্দুমাত্র কসুর করেন না ভারতের তারকা অলরাউন্ডার। সংবাদ মাধ্যমে তা নিয়ে চর্চাও কমে না। কিন্তু এবার বেজায় চটেছেন হার্দিক। ব্যক্তিগত মুহূর্তকেও যেভাবে পাপারাজ্জিরা সস্তা প্রচারের জন্য ব্যবহার করছে, তা নিয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ বক্তব্য রেখেছেন তিনি।
হার্দিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর সোশাল মিডিয়ায় মাহিকাকে নিয়ে চর্চা বেড়েছে। এমনকী হার্দিক না থাকলেও প্রেমিকা মাহিকার ছবি তোলা হয়। সম্প্রতি এরকম একটি ঘটনা নিয়েই চটেছেন ভারতীয় অলরাউন্ডার। মঙ্গলবার বান্দ্রার একটি রেস্তরাঁ থেকে বেরনোর সময় পাপারাজ্জিরা যেভাবে মাহিকার ছবি তোলেন, সেটা হার্দিকের পছন্দ হয়নি। সেখানে মাহিকার অন্তর্বাস দেখা যায়। সেটা উল্লেখ করে হার্দিক লিখেছেন, 'যে অ্যাঙ্গলে ছবি তোলা হয়েছে, সেটা কোনও মহিলার জন্য কাঙ্ক্ষিত নয়। ব্যক্তিগত মুহূর্তকেও এখন অশ্লীলভাবে সস্তা প্রচার বানিয়ে ফেলা হচ্ছে। কে কোন ছবি তুলেছে, সেটার থেকেও বড় কথা হল অন্যকে সম্মান করা। মহিলাদের মর্যাদা দিতে শিখুন।'
তাঁর বক্তব্য, 'আমাদের জীবনে প্রতি মুহূর্তে নজরদারি চলে। কিন্তু অন্যদেরও সীমার মধ্যে থাকা উচিত। মিডিয়ার সঙ্গে জড়িতদের বলছি, জানি আপনারাও পরিশ্রম করেন। কিন্তু একটু সচেতন হন। সব কিছুকে ক্যামেরাবন্দি করার দরকার নেই। সব অ্যাঙ্গেলে ছবি তোলা উচিত। একটু মানবিক হন।'
নাতাশা স্টানকোভিচ বহুদিনই অতীত। মাঝে একাধিক সম্পর্কে জড়িয়েছেন হার্দিক পাণ্ডিয়া। তবে কোনও সম্পর্কের ক্ষেত্রে সেভাবে শিলমোহর দেননি। কিন্তু মাহিকা শর্মার সঙ্গে প্রেমকাহিনি নিয়ে একেবারে খোলামেলা ভারতীয় দলের অলরাউন্ডার। হার্দিকের জন্মদিনেই সমুদ্রসৈকতে দু’জনে একসঙ্গে দাঁড়িয়ে রোমান্টিক ছবি পোস্ট করেন। হার্দিকের মাঠের বাইরের জীবন নিয়ে চর্চা অব্যাহত।
