সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কা ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। ফাইনালে মাঠে নামতে পারেননি। চোট সেরে ওঠেনি বলে অস্ট্রেলিয়াগামী বিমানেও উঠতে পারেননি তিনি। তবে ক্রমে সুস্থ হয়ে উঠেছেন তিনি। এরই মধ্যে জানা গেল, বোর্ডের শর্ত মেনে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলবেন হার্দিক পাণ্ডিয়া।
সম্প্রতি বিসিসিআই নির্দেশ দিয়েছে, জাতীয় দলে সুযোগ পেতে গেলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। বোর্ডের সেই নির্দেশ মেনে ঘরোয়া ক্রিকেটে খেলার ব্যাপারে মনস্থির করেছেন হার্দিক। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বরোদার হয়ে খেলবেন তিনি। টুর্নামেন্টটি শুরু ২৬ নভেম্বর। প্রথম দিনেই বরোদার প্রতিপক্ষ বাংলা। সব কিছু ঠিকঠাক চললে প্রথম দিনেই নেমে পড়তে পারেন এই অলরাউন্ডার।
টেস্ট সিরিজের পর ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ওয়ানডে সিরিজ। এরপর ৯ ডিসেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ। তার আগে ঘরোয়া ক্রিকেট খেললে হার্দিক লাভবান হবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে, হার্দিক ফিরলেও বিরাট কোহলি এবং রোহিত শর্মা ঘরোয়া ক্রিকেটে খেলবেন কি না, তা এখনও জানা যায়নি।
চোট পাওয়ার পর বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে গিয়েছিলেন পাণ্ডিয়া। সেখানেই তিনি রিহ্যাব করেন। সোশাল মিডিয়ায় সেই সব ছবিও পোস্ট করেন এই অলরাউন্ডার। এহেন হার্দিক এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের আগে ঘরোয়া ক্রিকেটে ফিরতে চলেছেন।
