সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় রান করেও বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সঙ্গে পরাজয় এড়াতে পারেনি ভারত। স্মৃতি মন্ধানার দাপুটে ৮০ কিংবা প্রতিকা রাওয়ালের ঝকঝকে ৭৫ রান, কিংবা শ্রী চরণীর ৩ উইকেট সবই জলে গিয়েছে। ইতিহাস গড়ে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের (৩৩০) পরেও হার স্বীকার করতে হয়েছে হরমনপ্রীতদের। কেন এই ব্যর্থতা? ভারত অধিনায়কের মতে, ৩০-৪০ রান কম করেছেন তাঁরা।
ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক বলেন, "অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা যেভাবে শুরু করেছিলাম, তাতে আমাদের আরও ৩০-৪০ রান করা উচিত ছিল। শেষ ৬-৭ ওভারে আমরা বারবার উইকেট হারাতে থাকি। ব্যাট করার জন্য দারুণ একটা পিচ ছিল। কিন্তু আমরা তা কাজে লাগাতে পারিনি। শেষ ছয় ওভারে আমাদের ব্যাটিং ভেঙে পড়ে। এখানেই আমরা পিছিয়ে পড়ি।"
হরমনপ্রীতের সংযোজন, "ওপেনাররা দুর্দান্ত শুরু করেছিল। সেই কারণেই বড় রান তুলতে পেরেছি। আমরা ভালো খেললেও শেষের দিকে খেই হারিয়ে ফেলেছি। আগের তিনটি ম্যাচে আমাদের মিডল অর্ডার সেভাবে রান করতে পারেনি। অস্ট্রেলিয়া ম্যাচে প্রথম ৪০ ওভার সত্যিই দারুণ ছিল। শেষ ১০ ওভারে আমরা পিছিয়ে পড়েছি।" বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা এবং পাকিস্তান হারালেও টানা দুই ম্যাচ হেরে ভারতের সেমিফাইনালে যাওয়ার রাস্তা কঠিন হয়ে পড়েছে। এরপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। প্রত্যেকটা ম্যাচই সেমিফাইনাল ধরে নিয়ে খেলতে হবে ভারতীয় দলকে।
ভারতীয় অধিনায়ক আরও বলেন, "এমন হতেই পারে। তবে প্রত্যাবর্তনের লড়াই চালাতে হবে। পরের দু'টি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। অসাধারণ বল করেছে শ্রী চরণী। অজি ব্যাটারদের সমস্যায় ফেলেছিল ও। হিলিকেও পর্যন্ত সহজে রান করতে দেয়নি। আরও সাফল্য এনে দেবে বলেই প্রত্যাশা। এখন কয়েকদিনের ছুটি আছে। আশা করি বিশ্রাম নিয়ে আরও তরতাজা হয়ে ফিরতে পারব।" ৪১ রানে ৩ উইকেট নিয়েছেন চরণী। বিশ্বকাপে ভারতের পরবর্তী ম্যাচ ১৯ অক্টোবর, রবিবার। প্রতিপক্ষ ইংল্যান্ড।
