সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধিনায়ক হওয়ার পর থেকে যেন নিজেকে ফিরে পেয়েছেন শুভমান গিল। অসাধারণ ফর্মে তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের দশম টেস্ট সেঞ্চুরিটা তুলে নিয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ যে সুরক্ষিত, তা গিলের ব্যাটেই স্পষ্ট। এই আবহে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভাইরাল হলেন এক রহস্যময়ী। তাঁর হাতে যে পোস্টার, তাতে লেখা 'আমি তোমাকে ভালোবাসি শুভমান'।
দিল্লিতে অধিনায়কের ব্যাটে ভর করে বড় রানে থামল টিম ইন্ডিয়া। ৫১৮ রানে ডিক্লেয়ার ঘোষণা করে ভারত। গিল অপরাজিত থাকেন ১২৯ রানে। স্টেডিয়ামে অবশ্য গিলের নামে বারবার স্লোগান ওঠে। কেউ আবার নিয়ে আসেন 'ইন্ডিয়া কা দিল, শুভমান গিল' লেখা পোস্টার। এরই মাঝে দেখা গেল সেই রহস্যময়ীকে।
কয়েক মিনিটের মধ্যেই সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে #ILoveYouShubman ট্রেন্ডিং। ওই রূপসির হাসি মনে ধরেছে নেটিজেনদের। তাঁদের অনেকেই বলছেন, গিল তাঁর সঙ্গে নতুন জীবন শুরু করতেই পারেন। কিন্তু জাতীয় দায়িত্ব সামলে ওই রহস্যময়ীকে কি মনোরঞ্জিত করবেন শুভমান? সে ব্যাপারে প্রশ্ন থাকছে।
শচীন-কন্যার সঙ্গে ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্সে’র সম্পর্ক নিয়ে জল্পনা তো আজ থেকে নয়। কখনও স্টেডিয়ামে উপস্থিত হন সারা। সেটা যে শুধুমাত্র শুভমানের টানেই, সেরকম জল্পনাও চলে। আবার কখনও শুভমানের সঙ্গে জুড়ে যায় আরেক সারার নাম। তিনি সারা আলি খান। যদিও নিজের সম্পর্ক নিয়ে কখনই মুখ খোলেননি শুভমান। তবে কিছুদিন আগে ভারত অধিনায়ক নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছিলেন। ভিডিও দেখে নেটিজেনদের প্রশ্ন, সেই দাবি কি আদৌ সত্যি? আর এরই মধ্যে দিল্লিতে ধরা দিলেন রহস্যময়ী।
