shono
Advertisement

Breaking News

Jemimah Rodrigues

'ভেবেছিলাম অস্ট্রেলিয়া আমাকে ঢুকতেই দেবে না', বিগ ব্যাশে খেলতে গিয়ে মন্তব্য জেমাইমার

বিগ ব্যাশে প্রথম ম্যাচে প্রত্যাশাপূরণে ব্যর্থ হলেন জেমি।
Published By: Prasenjit DuttaPosted: 02:24 PM Nov 09, 2025Updated: 02:27 PM Nov 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে ৮ ইনিংসে করেছিলেন ২৯২ রান। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ১২৭ রানের ইনিংস খেলে রেকর্ড ৩৩৯ রান তাড়া করে ভারতকে জিতিয়েছিলেন। এবার সেই জেমাইমা রডরিগেজ বিগ ব্যাশ লিগ খেলতে অস্ট্রেলিয়ায়। ভারতকে বিশ্বকাপ জেতানোর অন্যতম কাণ্ডারি নাকি নিশ্চিত ছিলেন না, তাঁকে অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়া হবে কি না।

Advertisement

রবিবার উইমেন্স বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন জেমাইমা। তবে রান পেলেন না তিনি। মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ৯ বলে মাত্র ৬ রান করেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটার। মাত্র ৪ রানে ওপেনার চার্লি নট আউট হওয়ার পর তিন নম্বরে আসেন জেমাইমা। তবে প্রত্যাশাপূরণে ব্যর্থ হলেন।

মাত্র ৬ রানে আউট হয়ে গেলেও যদিও তিনি দ্বিতীয় উইকেটে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার নাদিন ডি ক্লার্কের সঙ্গে ৩৮ রানের জুটি গড়েন জেমাইমা। উল্লেখ্য, গত মরশুমে ব্রিসবেন হিটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ১০টি ম্যাচে করেছিলেন ২৬৭ রান। সেই জেমাইমাকে চলতি মরশুমেও ধরে রেখেছে ব্রিসবেন।

এক সংবাদমাধ্যমকে ভারতীয় ক্রিকেটার রসিকতার সুরে বলেন, "সেমিফাইনালের পর অস্ট্রেলিয়া আমাকে সীমান্ত পেরতে দেবে কি না, তা নিয়ে নিশ্চিত ছিলাম না।" তাঁর সংযোজন, "সত্যি কথা বলতে, উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। মহিলা ক্রিকেটের বিকাশের জন্য সবাই খুব খুশি। এটা কেবল ভারতেই নয়, গোটা বিশ্বের ক্রিকেটকেই হয়তো বদলে দেবে।" উল্লেখ্য, মহিলা বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা হয়ে থাকবে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা জেমাইমার ইনিংস। তার সঙ্গে থাকবে জেমাইমার অনবদ্য ফিল্ডিং।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ১২৭ রানের ইনিংস খেলে রেকর্ড ৩৩৯ রান তাড়া করে ভারতকে জিতিয়েছিলেন।
  • এবার সেই জেমাইমা রডরিগেজ বিগ ব্যাশ লিগ খেলতে অস্ট্রেলিয়ায়।
  • ভারতকে বিশ্বকাপ জেতানোর অন্যতম কাণ্ডারি নাকি নিশ্চিত ছিলেন না, তাঁকে অস্ট্রেলিয়ায় খেলার ব্যাপারে অনুমতি দেওয়া হবে কি না।
Advertisement