সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির জট এখনও কাটেনি। শুক্রবারই দুবাইয়ে সব পক্ষ মিটিংয়ে বসছে। হাইব্রিড মডেলই শেষ ভরসা, নাকি অন্য কোনও বিকল্প বেরোবে, তার উত্তর মিলতে পারে এদিন। তার আগেই বিস্ফোরণ ঘটালেন পাকিস্তানের প্রাক্তন তারকা শাহিদ আফ্রিদি। রাজনীতির সঙ্গে ক্রিকেটকে মিশিয়ে দিচ্ছে, এই অভিযোগে তিনি আক্রমণ করলেন বিসিসিআইকে। সেই সঙ্গে তুলে আনছেন ২৬/১১-র কথাও।
আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)। কিন্তু ভারতের আপত্তির কারণে এখনও সূচি প্রকাশ করা যায়নি। এমনকী পাকিস্তানে আদৌ এই ট্রফি হবে কিনা, সেই নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। বিকল্প বলতে রয়েছে হাইব্রিড মডেল। তাতে আবার পিসিবি-র আপত্তি। ফলে সব দিক থেকেই চাপে পাকিস্তান।
এই পরিস্থিতিতে আফ্রিদি নিশানা করলেন বিসিসিআইকে। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'রাজনীতির সঙ্গে খেলাধুলোকে জড়িয়ে বিসিসিআই আন্তর্জাতিক ক্রিকেটকে জটিল অবস্থায় ফেলে দিয়েছে। পিসিবি যে হাইব্রিড মডেল মানবে না, তাতে আমার পূর্ণ সমর্থন রয়েছে। বিশেষ ২৬/১১-র ঘটনার পর পাকিস্তান ভারতে পাঁচবার গিয়েছে। একটা দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে। নিরাপত্তাজনিত সমস্যা তো তখনও ছিল। এবার আইসিসির কর্তাব্যক্তির উচিত সততা ও দায়িত্বের সঙ্গে সিদ্ধান্ত নেওয়া'।
তবে আফ্রিদি যাই বলুন না কেন, নিরাপত্তাজনিত সমস্যা একটা বড় বিষয়। সম্প্রতি পাকিস্তানে হিংসার আবহে শ্রীলঙ্কা এ দল তাঁদের সফর স্থগিত করে দিয়েছিল। সিরিজ মাঝপথে বন্ধ করেই ক্রিকেটারদের দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা বোর্ড। অন্যদিকে হুমকি দিয়ে রেখেছে পাক বোর্ডও। চেয়ারম্যান মহসিন নকভি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত পাকিস্তানে খেলতে না গেলে, পাকিস্তানও ভবিষ্যতে ভারতে দল পাঠাবে না। এবার আইসিসি-র মিটিংয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই দেখার।