shono
Advertisement
ICC T20I Rankings

শীর্ষে অভিষেক-বরুণ, আইসিসি টি-২০ ক্রমতালিকায় দাপট ভারতীয়দের

ব্যাটারদের তালিকায় প্রথম দশে ৩ ভারতীয়।
Published By: Subhajit MandalPosted: 07:22 PM Nov 06, 2025Updated: 07:22 PM Nov 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত টি-২০ ফরম্যাটে বিশ্বসেরা। সাম্প্রতিক অতীতে দ্বিপাক্ষিক সিরিজেও অপ্রতিরোধ্য। নিয়মিত ভালো পারফর্ম করছেন অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তীরা। যার সুফল মিলছে আইসিসি র‍্যাঙ্কিংয়ে। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই শীর্ষ ভারতীয়রা। ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম দশে ৩ জন ভারতীয়।

Advertisement

আইসিসি ক্রমতালিকার টি-২০ ব্যাটারদের মধ্যে অভিষেক শর্মা আগে থেকেই শীর্ষে ছিলেন। তিনি নিজের জায়গা আরও পোক্ত করলেন। নতুন যে তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে অভিষেকের রেটিং পয়েন্ট ৯২৫। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ফিল সল্ট তাঁর চেয়ে অনেকটাই পিছিয়ে। তাঁর সংগ্রহ ৮৪৯ রেটিং পয়েন্ট। তালিকায় ৩ নম্বরে ভারতেরই তিলক বর্মা। খুব ভালো ফর্মে না থাকলেও টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব রয়েছেন অষ্টম স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৬৯৬।

বোলারদের টি-২০ র‌্যাঙ্কিংয়েও শীর্ষে এক ভারতীয়। তিনি বরুণ চক্রবর্তী। গত এক-দেড় বছরে ভারতীয় বোলিংয়ের স্তম্ভ হয়ে উঠেছেন বরুণ। বরুণ রয়েছেন ৭৯৯ রেটিং পয়েন্টে। তবে অন্য কোনও ভারতীয় বোলার প্রথম দশে নেই। কুলদীপ যাদব পাঁচ ধাপ নেমে চলে গিয়েছেন ১৫ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের সাইম আয়ুব। ভারতীয়দের মধ্যে চতুর্থ স্থানে হার্দিক পাণ্ডিয়া।

এই মুহূর্তে অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। ৫ ম্যাচের সিরিজে ভারত এগিয়ে ২-১ ম্যাচের ব্যবধানে। সিরিজের শেষ ম্যাচের আগেই সুখবর পেলেন টিম ইন্ডিয়ার তারকারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইসিসি ক্রমতালিকার টি-২০ ব্যাটারদের মধ্যে অভিষেক শর্মা আগে থেকেই শীর্ষে ছিলেন।
  • তিনি নিজের জায়গা আরও পোক্ত করলেন।
  • নতুন যে তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে অভিষেকের রেটিং পয়েন্ট ৯২৫।
Advertisement