shono
Advertisement
ICC

আইসিসির বর্ষসেরা টেস্ট দলে তিন ভারতীয়, বুমরাহ ছাড়া জায়গা পেলেন আর কারা?

আইসিসির বর্ষসেরা টেস্ট দলের নেতৃত্বের দায়িত্বে প্যাট কামিন্স।
Published By: Arpan DasPosted: 05:04 PM Jan 24, 2025Updated: 05:11 PM Jan 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশে দাপট রইল ভারতীয় ক্রিকেটারদের। ওয়ানডে ক্রিকেটের সেরা এগারোয় কেউ সুযোগ না পেলেও, টেস্ট দলে আছেন তিনজন। জশপ্রীত বুমরাহ, যশস্বী জয়সওয়াল ও রবীন্দ্র জাদেজা আছেন এই দলে। নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স।

Advertisement

চলতি বছরের শেষটা একেবারেই ভালো হয়নি ভারতের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকামের পর বর্ডার গাভাসকর ট্রফিতেও পরাজয় স্বীকার করতে হয়েছে। একেবারেই ছন্দে ছিলেন না রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকারা। সেখানে ভারতকে একপ্রকার একা টেনেছেন জশপ্রীত বুমরাহ। ৫ টেস্টে ৩২টি উইকেট তুলে নিয়েছেন তিনি। বছরজুড়ে তাঁর উইকেট সংখ্যা ৭১। অন্যদিকে এই সফরে যশস্বী করেছেন ৩৯১ রান। একটি সেঞ্চুরি ও দুটি সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে। চলতি বছরে তাঁর রান ১৪৭৮। এই বছরে জাদেজা ৪৮টি উইকেট তোলার পাশাপাশি ৫২৭ রান করেছেন।

আইসিসি-র বর্ষসেরা দলকে নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। ২০২৪-এ তিনি ৩৭টি উইকেট পেয়েছেন। গড় মাত্র ২৪.০২। অস্ট্রেলিয়াও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ছাড়পত্র পেয়েছে। জায়গা পেয়েছেন কেন উইলিয়ামসন ও জো রুটও। কিউয়ি তারকা গত বছর ১০১৩ রান করেছেন। অন্যদিকে বিধ্বংসী ফর্মে ছিলেন রুট। ২০২৪-এ তিনি ১৫৫৬ রান করেছেন।

উল্লেখ্য, ২০২৪-র ওয়ানডে ক্রিকেটের সেরা একাদশও ঘোষণা করেছে আইসিসি। সেখানে সুযোগ পাননি ভারতের কোনও তারকাই। বরং বর্ষসেরা একাদশে দাপট রয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের।

বর্ষসেরা টেস্ট একাদশ: যশস্বী জয়সওয়াল, বেন ডাকেট, কেন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, জেমি স্মিথ, রবীন্দ্র জাদেজা, প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাট হেনরি, জশপ্রীত বুমরাহ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্ষসেরা টেস্ট একাদশে জয়জয়কার ভারতীয় ক্রিকেটারদের।
  • ওয়ানডে ক্রিকেটের সেরা এগারোয় কেউ সুযোগ না পেলেও, টেস্ট দলে আছেন তিনজন।
  • জশপ্রীত বুমরাহ, যশস্বী জয়সওয়াল ও রবীন্দ্র জাদেজা আছেন এই দলে। নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স।
Advertisement