সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিজে প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়েছিল ভারত। তবে টানা দুই ম্যাচ জিতে এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের দোরগোড়ায় টিম ইন্ডিয়া। শনিবার গাব্বায় জিতলেই সিরিজ পকেটে পুরবেন সূর্যকুমার যাদবরা। সেই ম্যাচে পরীক্ষানিরীক্ষার পথে হাঁটবেন গৌতম গম্ভীর? সুযোগ পাবেন সঞ্জু স্যামসন?
সিরিজে এই মুহূর্তে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। ফলে সিরিজে হারের সম্ভাবনা নেই। এই অবস্থায় সমতা ফেরাতে মরিয়া থাকবে অজি বাহিনী। চতুর্থ ম্যাচে ভারতকে জিতিয়েছিল স্পিন শক্তি। আবার চিন্তায় রাখবে মিডল অর্ডার। রান পাননি উইকেটকিপার জিতেশ শর্মা। ফলে প্রশ্ন উঠছে পঞ্চম ম্যাচে কি সঞ্জু স্যামসনকে ফিরিয়ে আনা হবে? দ্বিতীয় ম্যাচে খেলেছিলেন তিনি। তারপর আচমকা বসিয়ে দেওয়া হয়।
এদিকে ১৪ নভেম্বর থেকে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ। ইডেনে তরতাজা দলই নামাতে চাইবেন গম্ভীর। আর তরতাজা থাকার কথা উঠলে সবার আগে আসবে জশপ্রীত বুমরাহর কথা। তাঁর 'ওয়ার্কলোড'-এর কথা মাথায় রেখে পঞ্চম টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাহকে। সেই জায়গায় খেলতে পারেন হর্ষিত রানা। আরেকটি মত হচ্ছে, ওয়াশিংটন সুন্দর ও শিবম দুবেকে বিশ্রাম দিয়ে নীতীশ কুমার রেড্ডি ও রিঙ্কু সিংকে খেলানো হতে পারে।
ভারতের সিরিজ জয়ের ক্ষেত্রে আরেকটা সহায়ক হতে পারে বৃষ্টি। ব্রিসবেনে শনিবার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দুপুর ১২টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। বৃষ্টির কারণে যদি ম্যাচটি পরিত্যক্ত হয়, তাহলে ভারতই লাভবান হবে। গাব্বার পিচ এমনিতে ব্যাটিং সহায়ক। তবে বৃষ্টি হলে বোলাররা সাহায্য পেতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ: শুভমান গিল, অভিষেক শর্মা , তিলক বর্মা, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, রিঙ্কু সিং, অর্শদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
