shono
Advertisement

Breaking News

IND vs ENG

শামি ম্যাজিকের অপেক্ষায় অক্ষর, ইডেন থেকেই পরের বছরের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু ভারতের

প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতে পিছ-পা হবে না ম্যানেজমেন্ট, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে জানিয়ে রাখলেন টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক অক্ষর।
Published By: Arpan DasPosted: 01:34 PM Jan 20, 2025Updated: 02:04 PM Jan 20, 2025

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের অভিযান শুরু ইডেন থেকে। নামেই পাঁচটি ম্যাচ, আসলে নজর একাধিক বিষয়। ইডেনে প্রত্যাবর্তন হতে চলেছে মহম্মদ শামির। যার জন্য অধীর অপেক্ষা অক্ষর প্যাটেলের। অন্যদিকে পরের বছর দেশের মাটিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইডেন থেকেই যে তাঁর প্রস্তুতি শুরু হতে চলেছে, সেটাও জানিয়ে রাখলেন ভারতীয় দলের অলরাউন্ডার।

Advertisement

টেস্ট ক্রিকেটে চেনা ছন্দে নেই টিম ইন্ডিয়া। লেগে রয়েছে হাজার রকম গন্ডগোল। যদিও টি-টোয়েন্টির ছবিটা পুরো আলাদা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা বধ সম্পূর্ণ। এবার সূর্যকুমার যাদবের নেতৃত্বে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে মোকাবিলা। যার প্রথম ম্যাচ ইডেনে। সেই ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে সহ অধিনায়ক অক্ষর জানিয়ে গেলেন ভবিষ্যৎ পরিকল্পনা।

টি-টোয়েন্টির সহ অধিনায়কত্ব যে বড় দায়িত্ব সেটা বুঝতে পারছেন অক্ষর। ইডেনে এসেই আলোচনায় ব্যস্ত হয়েছিলেন সূর্যর সঙ্গে। অক্ষর বলছেন, "ম্যাচে যেরকম প্রয়োজন সেরকম সিদ্ধান্ত নেব। আমাদের নেতৃত্বের যে দল আছে তাঁদের সঙ্গে কথা বলেছি। যদি প্রয়োজন পড়ে তাহলে কঠিন সিদ্ধান্ত নিতে পিছ-পা হব না।" সেই সঙ্গে পরবর্তী লক্ষ্যও তৈরি করে রেখেছেন অক্ষর। আর সেটা হল পরের বছরের বিশ্বকাপ। যেটা হবে ভারতের মাটিতেই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ইডেন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চান ভারতের সহ অধিনায়ক। তিনি বলেন, "আমাদের লক্ষ্য, যত বেশি সম্ভব ম্যাচ জেতা। এক বছর পরই বিশ্বকাপ। ওটাই আমাদের লক্ষ্য। তার জন্য এখন থেকেই ধারাবাহিকতা তৈরি করতে হবে। গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছি, সেটাকে মাথায় রেখেই ভবিষ্যতে জয়ী হওয়ার জন্য সমস্ত চেষ্টা করব আমরা।"

এই সিরিজে কামব্যাক ঘটতে চলেছে মহম্মদ শামির। ২০২৩-র বিশ্বকাপে ভারতের জার্সিতে শেষবার নেমেছিলেন। তারপর দীর্ঘ চোট সারিয়ে মাঠে ফিরেছেন। তাঁকে নিয়ে অক্ষরের বক্তব্য, "শামি আগের ওয়ানডে বিশ্বকাপে খেলেছে। তারপর মুস্তাক আলি ও বিজয় হাজারেতে খুব ভালো বল করেছে। আমরা সবাই জানি বল হাতে ও কী ম্যাজিক দেখাতে পারে। ওকে ফিরে আসতে দেখে খুব ভালো লাগছে। আশা করি, যে ফর্মে ও বিশ্বকাপ খেলেছিল, সেই ফর্মেই ও নামতে পারবে।"

অস্ট্রেলিয়ায় হারের পর একটা প্রশ্ন বারবার উঠছে, প্লেয়ার ও সাপোর্ট স্টাফদের মধ্যে তালমিল আছে তো? অক্ষর অবশ্য জানিয়ে দিলেন, দুপক্ষের মধ্যে যোগাযোগে কোনও সমস্যা নেই। তাঁর বক্তব্য, "অস্ট্রেলিয়ায় আমি ছিলাম না। যে পরামর্শ প্রয়োজন পড়ে, আমরা ব্যাটিং-বোলিং কোচের থেকে নিই। টি-২০তে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, সেসব নিয়ে কথা হয়।" তবে দল যে একটা পালাবদলের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা মেনে নিলেন অক্ষর। তবে সেটা নিয়ে বিস্তারিত কথা বলতে চাইলেন না তিনি। বরং জানালেন, এটা অধিনায়ক-নির্বাচকদের দায়িত্ব। তাঁকে যে কাজ দেওয়া হবে, তিনি সেটাই করবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের অভিযান শুরু ইডেন থেকে। নামেই পাঁচটি ম্যাচ, আসলে নজর একাধিক বিষয়।
  • ইডেনে প্রত্যাবর্তন হতে চলেছে মহম্মদ শামির। যার জন্য অধীর অপেক্ষা অক্ষর প্যাটেলের।
  • পরের বছর দেশের মাটিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইডেন থেকেই যে তাঁর প্রস্তুতি শুরু হতে চলেছে, সেটাও জানিয়ে রাখলেন ভারতীয় দলের অলরাউন্ডার।
Advertisement