সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্য কেউ নন। ভারতের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি ভয় অভিষেক শর্মাকেই পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। সেটা সাফ জানিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। তবে বরাবাটিতে প্রথম টি-টোয়েন্টিতে নামার আগে সেই দুশ্চিন্তার মধ্যে একটা স্বস্তিও আছে দক্ষিণ আফ্রিকার জন্য। সেটা হল রো-কো'র না থাকা। দুজনেই টি-টোয়েন্টিতে অবসরের গ্রহে। ওয়ানডে সিরিজে বিরাট কোহলি ও রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকার হাত থেকে সিরিজ ছিনিয়ে নিয়ে গিয়েছে।
কিন্তু তাতে কি আর পুরোপুরি স্বস্তি পাবে প্রোটিয়ারা? সোমবার প্রাক্ ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক আইডেন মার্করাম বলে যান, "অভিষেকের সঙ্গে আগে খেলেছি আমি। আইপিএলে। সানরাইজার্সে আমরা একই টিমে খেলতাম। তাই জানি, ও কতটা ভয়ঙ্কর হতে পারে। তাই অভিষেকের উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ হবে।” সঙ্গে যোগ করেছেন তিনি, "নতুন বলে যে-ই বোলিং করতে যাক, তাকে দেখতে হবে কী করে অভিষেকের উইকেট বার করা যায়। কারণ ওকে একবার সেট হয়ে গেলে থামানো খুব কঠিন। অভিষেকের মতো তরুণ ক্রিকেটাররা ভয়ডর কাকে বলে জানে না। প্রথম বল থেকে আক্রমণে সিদ্ধহস্ত ওরা।"
অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও আছে রো-কো'র প্রসঙ্গ। তাঁদের দাপট নিয়ে মার্করামের বক্তব্য, "এটা ভালো দিক যে বিরাট কোহলি ও রোহিত শর্মা টি-টোয়েন্টি দলে নেই। কিন্তু তাতেও ভারত শক্তিশালী দল। আমাদের কোনও নির্দিষ্ট পরিকল্পনা নেই। এটা টি-টোয়েন্টি ক্রিকেট, আর আমরা সেখানে নিজেদের ভঙ্গিতেই খেলতে চাই। আমরা চাই খেলোয়াড়রা খেলা উপভোগ করুক, নিজেদের সেরাটা দিক।"
বরাবাটিতে এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। লাল মাটির পিচে এখানে এমনিতেই প্রচুর রান ওঠে। তবে মাঝের দিকে স্পিনাররা সাহায্য পাবে। বৃষ্টির সম্ভাবনা নেই, শিশির এখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ফলে টসে কে জেতে, তার উপর অনেক কিছু নির্ভর করতে পারে।
