সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইডেনে টেস্ট হারের পর গৌতম গম্ভীর বলেছেন যে তাঁরা এরকম পিচই চেয়েছিলেন। তাতে হয়তো কিছুটা স্বস্তি পেয়েছে ইডেন গার্ডেন্স। কারণ আড়াই দিনে ম্যাচ শেষ হয়ে যাওয়ার অনেক আগে থেকেই টার্নার পিচ নিয়ে বিতর্ক শুরু করেছে। ম্যাচের পরও নিজের পুরনো বক্তব্যই ফিরিয়ে আনলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। জানালেন, দলের নির্দেশেই এই পিচ হয়েছে। তবে এরকম পিচ নিয়ে তিনি খুশি নন।
সৌরভ বলেন, "বিতর্কের জায়গা নেই। টেস্টের জন্য এটা ভালো পিচ ছিল না। দুর্ভাগ্যবশত ভারত হেরে গিয়েছে। তবু তো দক্ষিণ আফ্রিকা ১২০ রানের লক্ষ্য রেখেছিল। গম্ভীররা এমন পিচই চেয়েছিলেন। তাঁরা নিজেই কিউরেটরকে নির্দেশ দিয়েছিলেন। আগেও বলেছি, আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল। আমি গৌতমের ভক্ত। ইংল্যান্ডে ওর অধীনে ভারত ভালো খেলেছে। ওয়ানডে, টি-টোয়েন্টিতে ভালো খেলেছে। আমরা আরও ভালো খেলব। কিন্তু আমাদের ভালো পিচে খেলতে হবে।"
সেই সঙ্গে আরেকটি পরামর্শও দিয়েছেন সৌরভ। গম্ভীরকে তাঁর বার্তা, শামিকে খেলাও। তিনি বলেন, "গম্ভীরের উচিত বুমরাহ, সিরাজ, শামি ও স্পিনারদের উপর ভরসা রাখো। যারা তোমাকে টেস্ট জেতাবে। জিততে হলে পাঁচ দিনে টেস্ট জেতো, তিন দিনে নয়।"
অন্যদিকে ভারতীয় ক্রিকেটের আরেক কিংবদন্তি অনিল কুম্বলে আবার ইডেনের পিচ দেখে অবাক। প্রাক্তন স্পিনার বলছেন, "ইডেন গার্ডেন্সে আমার অনূর্ধ্ব ১৯ খেলার সময় থেকে আসছি। আমি কখনও দেখিনি ইডেনের পিচ তিন দিনের মধ্যে এরকম আচরণ করছে। গম্ভীর কী বলেছেন, আমি ঠিক শুনিনি। তবে পিচ এরকম দেখে আমি অবাক।"
গম্ভীর ঠিক কী বলেছেন? ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে গম্ভীর বলেন, “আমরা যেমন পিচ চেয়েছিলাম, তেমনই পেয়েছি। এখানকার কিউরেটর খুবই সাহায্য করেছেন। আমার মনে হয় না যে, উইকেট কঠিন ছিল। এই পিচেই যারা ধৈর্য দেখিয়েছে, তারা রান পেয়েছে। এই ধরনের পিচে ডিফেন্স পোক্ত রাখা জরুরি।”
