সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধ্রুব জুরেলের জোড়া সেঞ্চুরিতেও শেষরক্ষা হল না। ভারত 'এ' দলের দেওয়া বিরাট লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে জয়ী হল দক্ষিণ আফ্রিকা 'এ' দল। রান পেলেন না কেএল রাহুল, সাই সুদর্শনরা। বল হাতে সাদামাটা থাকলেন কুলদীপ যাদবও। যা প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে চিন্তায় রাখবে টিম ইন্ডিয়াকে।
দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে জুরেল দাপুটে ব্যাটিং করলেও রান পেলেন না কেএল রাহুল, সাই সুদর্শনরা। একটা সময় ১২৬ রানে ৭ উইকেট খুইয়ে বিপদে পড়ে গিয়েছিল ভারতীয় ‘এ’ দল। রাহুল (১৯), সুদর্শন (১৭), ঋষভ পন্থরা (২৪) ব্যর্থ হন। সেখানে কথা বলেছিল জুরেলের ব্যাট। ১৭৫ বলে অপরাজিত ১৩২ রান করেছিলেন তিনি। ভারত প্রথম ইনিংসে তোলে ২৫৫ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা শেষ হয়ে যায় ২২১ রানে। মূল দল থেকে বাদ পড়া প্রসিদ্ধ কৃষ্ণ পান ৩ উইকেট। সিরাজ ও আকাশ দীপ নেন দু’টি করে উইকেট। কুলদীপ যাদবের শিকার ১টি।
দ্বিতীয় ইনিংসেও অনবদ্য জুরেল। করেন ১২৭ রানে। এই ইনিংসেও তাঁকে আউট করা যায়নি। চোট পাওয়ার পরেও ব্যাট করতে নেমে ৫৪ বলে ৬৫ রানের মারকুটে ইনিংস খেলেন পন্থ। তবে এই ইনিংসেও রান পাননি রাহুল (২৭), সুদর্শনরা (২৩)। শেষের দিকে হর্ষ দুবে করেন ৮৪ রান। ৭ উইকেটে ৩৮২ রানে ডিক্লেয়ার করে ভারত। ৪১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের রান ছিল বিনা উইকেটে ২৫।
চতুর্থ দিন শুরু থেকেই প্রোটিয়া ওপেনাররা দারুণ ছন্দে ছিলেন। জর্ডান হারম্যান ৯১ রানে ফেরেন প্রসিদ্ধ কৃষ্ণর বলে। ততক্ষণে স্কোরবোর্ডে ১৫৬ রান। লেসেগো সেনোকওয়ানে (৭৭) ফেরান দুবে। এরপর উইকেটে রীতিমতো জমে যান জুবায়ের হামজা (৭৭) এবং টেম্বা বাভুমা (৫৯)। কনর এস্টারহুইজেন ৫৪ বলে ৫২ রানের মারকাটারি ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফিকা 'এ' দল। প্রসিদ্ধ কৃষ্ণ ৪৯ রানে ২ উইকেট পান। সিরাজ, দুবে এবং আকাশ দীপের শিকার ১টি করে উইকেট। তবে সবচেয়ে মার খেলেন আকাশ দীপ। ওভারপিছু দিলেন ৪.৮১ রান। আরও চিন্তার বিষয় দ্বিতীয় ইনিংসে ১৭ ওভার বল করলেও উইকেটহীন থাকলেন কুলদীপ যাদব।
