shono
Advertisement
Under 19 Women's World Cup

টুর্নামেন্টে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর, অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপে ভারতের কাছে দুরমুশ ওপার বাংলা

৮৩ বল বাকি থাকতে ম্যাচ জিতেছে ভারত।
Published By: Anwesha AdhikaryPosted: 06:05 PM Jan 26, 2025Updated: 06:11 PM Jan 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় অনূর্ধ্ব ১৯ মহিলা ব্রিগেডের দাপটে ধরাশায়ী বাংলাদেশ। এই টুর্নামেন্টে গতবারের চ্যাম্পিয়ন উইমেন ইন ব্লু। এবারও ট্রফি জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছেন নিকি প্রসাদরা। ভারতের মেয়েদের সামনে এবার গুঁড়িয়ে গেল ওপার বাংলার অনূর্ধ্ব ১৯ ব্রিগেড। ৮৩ বল বাকি থাকতে ম্যাচ জিতেছে ভারত।

Advertisement

চলতি টুর্নামেন্টে গ্রুপ পর্বের তিনটি ম্যাচে জিতেছেন নিকিরা। সেই বিধ্বংসী ফর্ম দেখা গিয়েছে সুপার সিক্স পর্বেও। ওয়েস্ট ইন্ডিজকে ৪৪ এবং মালয়েশিয়াকে ৩১ রানে গুঁড়িয়ে দিয়েছে ভারতের বোলিং লাইন আপ। রবিবার বাংলাদেশকেও সেই একইভাবে দুরমুশ করে দিলেন বৈষ্ণবী শর্মারা। চলতি টুর্নামেন্টে নিজেদের সর্বনিম্ন স্কোর করল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে মাত্র ৬৪ রান তুলতে পেরেছিল বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ ব্রিগেড।

এদিনের ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম ওভারেই আউট হয়ে যান বাংলাদেশের ওপেনার মোসাম্মত ইভা। তারপর ভারতীয়দের আঁটসাট বোলিংয়ের সামনে মোটেই স্বস্তিতে ব্যাট করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচ জনের কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন অধিনায়ক সুমাইয়া আখতার। তাঁর অপরাজিত ইনিংসে ভর করেই কোনওমতে ৫০ রানের গণ্ডি পেরয় বাংলাদেশ। ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে ৬৪ রান তোলে তারা। মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট তুলেন নেন বৈষ্ণবী।

সহজ টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ঝোড়ো ব্যাটিং ভারতের ওপেনার গোঙ্গাদি তৃষা। ৩১ বলে ৪০ রান করেন তিনি। দলের জয় খানিকটা নিশ্চিত হয়ে যায় তৃষার ইনিংসের পরেই। শেষ পর্যন্ত ৮ উইকেটে ম্যাচ জেতে ভারত, মাত্র ৭.১ ওভারে। সুপার সিক্সে তিনটি ম্যাচ জিতে সেমিফাইনালেও নিশ্চিত হয়ে গেল ভারতের অনূর্ধ্ব ১৯ মেয়েদের দল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলতি টুর্নামেন্টে গ্রুপ পর্বের তিনটি ম্যাচে জিতেছেন নিকিরা। সেই বিধ্বংসী ফর্ম দেখা গিয়েছে সুপার সিক্স পর্বেও।
  • ভারতীয়দের আঁটসাট বোলিংয়ের সামনে মোটেই স্বস্তিতে ব্যাট করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচ জনের কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
  • সুপার সিক্সে তিনটি ম্যাচ জিতে সেমিফাইনালের দৌড়েও অনেকখানি এগিয়ে গেল ভারতের অনূর্ধ্ব ১৯ মেয়েরা।
Advertisement