সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট সারিয়ে জাতীয় দলে কামব্যাকের স্বপ্ন অধরাই থেকে গেল তরুণ তুর্কির। অস্ট্রেলিয়ায় টি-২০ সিরিজে চোটের কারণে খেলতে পারেননি। এবার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তাঁর খেলা হল না। শোনা যাচ্ছে, প্রথম টেস্টের আগেই দল থেকে রিলিজ করে দেওয়া হবে তাঁকে। আপাতত ভারত 'এ' দলের হয়ে খেলতে নামবেন।
শুক্রবার থেকে ইডেনে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। তার আগে বুধবার দলীয় সূত্রে জানা গেল, নীতীশ রেড্ডিকে দল থেকে রিলিজ করা হচ্ছে। ইডেন টেস্টে যে রণকৌশল সাজাচ্ছে ভারত, সেখানে রেড্ডির নাম নেই। তারপরেই শোনা যাচ্ছে, নীতীশকে আপাতত জাতীয় দল থেকে ছাড়া হচ্ছে। তিনি সম্ভবত রাজকোটে যাবেন। সেখানে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে ভারত 'এ'। সেই সিরিজেই সম্ভবত খেলবেন নীতীশ। তারপর খেলতে পারেন রনজি ট্রফিতেও।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া সিরিজে অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন চোট পান নীতীশ। যার জেরে তৃতীয় ম্যাচে খেলতে পারেননি তিনি। বিসিসিআই জানাচ্ছে, ওই ম্যাচে উরুতে আঘাত পান তরুণ অলরাউন্ডার। সেই চোট থেকে রিকভারির সময় ফের চোট পান তিনি। সেসময়ে তাঁর ঘাড়ে টান ধরে। টি-২০ সিরিজের প্রথম তিন ম্যাচ থেকে ছিটকে যান নীতীশ। পরের দুই ম্যাচেও খেলতে পারেননি। তাই ইডেনেই আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক হতে পারত নীতীশের। কিন্তু সেটা সম্ভবত হচ্ছে না।
বুধবার সাংবাদিক সম্মেলনে ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়ে দিলেন, “ওয়াশি, অক্ষর, জাড্ডুকে খেলানো মানে তিনজন ব্যাটারকেও পাওয়া যাবে। ফলে আমরা অনেক বেশি বিকল্প পাব। তবে ধ্রুব ও ঋষভকে একসঙ্গে না খেলালে আমি নিজেই অবাক হব।” ভারতীয় পরিবেশে যেহেতু নীতীশের বোলিং অতখানি কার্যকর হবে না, তাই তাঁকে প্রথম একাদশে রাখার কথা ভাবছে না ম্যানেজমেন্ট।
ইডেনে ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
