shono
Advertisement
Shubman Gill

'তরুণ দল হতে পারি, কিন্তু...', ইংল্যান্ডকে 'চাপে রেখে' সিরিজ ড্রয়ে খুশি অধিনায়ক গিল

'সিরাজের মতো বোলার পাওয়া অধিনায়কের স্বপ্ন', ভারতীয় পেসারের প্রশংসায় পঞ্চমুখ গিল।
Published By: Arpan DasPosted: 07:02 PM Aug 04, 2025Updated: 07:02 PM Aug 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজ। জয় আসেনি, কিন্তু লড়াকু মানসিকতায় ইংল্যান্ড থেকে সিরিজ ২-২ ব্যবধানে ড্র করে ফিরছে শুভমান গিলের 'নতুন ভারত'। ৭৫৪ রান করে সিরিজে যুগ্মভাবে সেরাও হয়েছেন অধিনায়ক গিল। কিন্তু সিরিজের শুরু থেকেই তিনি দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, দল তরুণ হলেও মাঠে যেন সবাই জীবন উজাড় করে দেয়। হার-জিতের ঊর্ধ্বে সেটাই ঘটেছে ওভালে বা ম্যাঞ্চেস্টারে।

Advertisement

গিল বলছেন, "আমরা তরুণ দল। কিন্তু সিরিজের শুরু থেকেই নিজেদের মধ্যে কথা বলে নিয়েছিলাম, যেন মাঠে সেটা মনে না হয়। আজকে সেটা প্রমাণ করে দিয়েছি। গোটা সিরিজেই আমরা লড়াই করেছি। দুই দলই নিজেদের সেরাটা দিয়েছে। ম্যাচের চতুর্থ দিন পর্যন্ত বোঝা যায়নি, কোন দল জিততে পারে। এই ড্র-টাও আমাদের কাছে অনেক।" গিল ঠিকই বলেছেন। কারণ এই সিরিজের প্রতিটি ম্যাচই শেষদিন পর্যন্ত গড়িয়েছে।

বোলারদের পারফরম্যান্সে মুগ্ধ অধিনায়ক গিল। জশপ্রীত বুমরাহ শেষ ম্যাচে খেলেননি। মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ বা আকাশ দীপদের পারফরম্যান্স প্রশ্নাতীত ছিল না। কিন্তু গিল-সহ টিম ম্যানেজমেন্ট বোলারদের পাশেই ছিল। গিল বলছেন, "যখন সিরাজ বা প্রসিদ্ধরা এরকম বল করে, তখন নেতৃত্ব দেওয়া সহজ হয়ে যায়। যেভাবে ওরা পালটা লড়াই করেছে, তা অসাধারণ। আমরা গতকালও আত্মবিশ্বাসী ছিলাম। আমরা জানতাম, ওরাও চাপে থাকবে। আমাদের পরিকল্পনা ছিল, সেই চাপটা বজায় রেখে জয় ছিনিয়ে আনা। সিরাজের মতো বোলার পাওয়া যে কোনও অধিনায়কের স্বপ্ন।"

অন্যদিকে স্বাভাবিকভাবেই হতাশ ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তবে যেভাবে পাঁচটা ম্যাচ খেলা হয়েছে, তাতে খুশি স্টোকস। তিনি বলেন, "অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন, টেস্ট ক্রিকেট মৃত। সিরিজ তো অন্য কথা বলছে।" সিরাজের আবেগের প্রশংসা করে যান ইংরেজ অধিনায়ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজ।
  • জয় আসেনি, কিন্তু লড়াকু মানসিকতায় ইংল্যান্ড থেকে সিরিজ ২-২ ব্যবধানে ড্র করে ফিরছে শুভমান গিলের 'নতুন ভারত'।
  • ৭৫৪ রান করে সিরিজে যুগ্মভাবে সেরাও হয়েছেন অধিনায়ক গিল।
Advertisement