সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোড়া জয়ে বিশ্বকাপ শুরুর পর শেষ ম্যাচে কিছুটা হোঁচট খেয়েছে ভারতের মহিলা দল। একট সময় প্রতিপক্ষকে ৮১-৫ করেও হারতে হয়েছে ম্যাচ। দক্ষিণ আফ্রিকার কাছে হারের যন্ত্রণা নিয়েই রবিবার বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত। তার আগে একটা প্রশ্নের জবাব খুঁজতে হচ্ছে ভারতের কোচ অমল মুজুমদার, ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর-সহ টিমের থিঙ্ক ট্যাঙ্ককে। ষষ্ঠ বোলার না অতিরিক্ত ব্যাটার-কোন স্ট্র্যাটেজিতে দল সাজানো হবে বিশ্বজয়ী প্রতিপক্ষের বিরুদ্ধে?
এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত দাপুটে পারফরম্যান্স করতে পারেনি হরমনপ্রীতের ভারত। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে পুরো পয়েন্ট এলেও ভারতের নিরঙ্কুশ দাপট দেখা যায়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেছিলেন রিচা ঘোষ। তবে শেষ পর্যন্ত বোলিং ব্যর্থতায় জলে যায় সেই লড়াই। সেই হারের পরই কাঠগড়ায় ওঠে ভারতের মাত্র দু'জন বিশেষজ্ঞ বোলার খেলানোর স্ট্র্যাটেজি। বিশ্বকাপে প্রথম ও তৃতীয় ম্যাচে বিশেষজ্ঞ বোলার হিসাবে ক্রান্তি গৌড় এবং শ্রী চারনিকে খেলিয়েছে ভারত। সঙ্গে ছিলেন তিন অলরাউন্ডার দীপ্তি শর্মা, স্নেহ রানা ও আমনজ্যোৎ কৌর। এরমধ্যে পাকিস্তান ম্যাচে আমনজ্যোৎ অসুস্থ থাকায় প্রথম একাদশে আসেন রেনুকা ঠাকুর। প্রোটিয়াদের বিরুদ্ধে বাকি বোলাররা একটা সময় কার্যকর হতে ব্যর্থ হওয়ায় বল করেছেন হরমনপ্রীতও। তবে একজন বাড়তি বিশেষজ্ঞ বোলারের অভাব ভুগিয়েছে ভারতকে। বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলেছিল ভারত। ১-২ ব্যবধানে সেই সিরিজ হারেন হরমনপ্রীতরা। তবে দ্বিতীয় ম্যাচ ভারত জিতেছিল ছয় বোলার নিয়েই। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই পথে ভারত যাবে কি না, সেটাই প্রশ্ন। অবশ্য সেক্ষেত্রে একজন অলরাউন্ডার বা ব্যাটারকে বসাতে হবে।
সাতবারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়া এবারও ভালো ফর্মে রয়েছে। তাদের কাছে হারলে নকআউটের টিকিট পাওয়া নিয়ে যে কঠিন লড়াইয়ে পড়তে হবে, অজানা নয় ভারতের। কারণ পরের দু'টো ম্যাচ ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এমনিতে বোলিং ইউনিটের মতো ভারতের ব্যাটিং নিয়েও প্রশ্ন রয়েছে। অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা স্মৃতি মন্ধানার ব্যাটে হটাৎই রান খরা। হরমনপ্রীত, জেমাইমা রড্রিগেজের মতো তারকা ব্যাটারও জ্বলে উঠতে পারছেন না। আবার নিয়মিত রান করা রিচাকে পাঠানো হচ্ছে আট নম্বরে। যেখানে ফর্মে থাকা ব্যাটারকে যত বেশি সম্ভব বল খেলার সুযোগ দিতে হয়, সেখানে শিলিগুড়ির রিচাকে ব্যাট করতে হচ্ছে বোলারদের নিয়ে। এমনিতে দুই দলের শেষ সাক্ষাতে রানের বন্যা দেখেছিল মহিলা ক্রিকেট। অস্ট্রেলিয়ার ৪১২ রানের জবাবে ভারত করেছিল ৩৬৯। বিশাখাপত্তনমের উইকেট অবশ্য তেমন পাটা নয়। ফলে খুব বড় রান ওঠার সম্ভাবনা নেই।
আজ বিশ্বকাপে
ভারত বনাম অস্ট্রেলিয়া
দুপুর ৩.০০, বিশাখাপত্তনম
স্টার স্পোর্টস নেটওয়ার্কে
